(জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ-২০১৯ উপলক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকারী)
প্রারম্ভিকা : বন্ধু একটু দাঁড়া
এই শহরে বুনে দে আজ
ফলদ গাছের চারা।
পুষ্টি ঘাটতি দূর হবে,
জীববৈচিত্র্য রক্ষা পাবে
রক্ষা পাবে ধরা।’
অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এই পৃথিবী। এই ধরাকে হাজারো...
ক্ষুদ্রাকার হলেও ইঁদুর নামক প্রাণীটির ক্ষতিকর দিকটি বিশাল। আমাদের দেশে প্রতি বছরই এই প্রাণীটির নিধনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষ অভিযান চালানো হয়, যাকে আমরা ইঁদুর নিধন অভিযান নামে আখ্যায়িত করি। এই অতিতুচ্ছ প্রাণীটি দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্তরাই প্রাণীটির নিধনের গুরুত্ব টের পান। এদের ক্ষতির ক্ষেত্র অনেক বিস্তৃত।
ইঁদুরের...
ইঁদুর জাতীয় প্রাণী বা Rodent (ইঁদুর, কাঠবিড়ালি ও সজারু) এ্যান্টার্টিকা মহাদেশ বাদে পৃথিবীর প্রতিটি মহাদেশে এদের উপস্থিতি লক্ষ করা যায়। United States Department of Agriculture (USDA) এর তথ্য মতে, ‘গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকা বিশ্বের অন্যতম ইঁদুর উপদ্রব এবং বংশবিস্তারকারী এলাকা। বাংলাদেশ আবার এদের মধ্যে অন্যতম। এখানকার উপকূলীয় লোনা ও মিঠাপানির...
মাঠের শাকসবজি ও ফলে ইঁদুরের ক্ষতি এবং দমন ব্যবস্থাপনা
ইঁদুর স্তন্যপায়ী, সর্বভুক ও নিশাচর প্রাণী। কৃষি প্রধান বাংলাদেশে ফসলের জন্য ক্ষতিকর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর মানুষের প্রধান শত্রু। মানুষের আশপাশে থেকেই এরা মাঠে, গুদামে, বাসাবাড়িতে, অফিস আদালতে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ইঁদুরের সমস্যা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (১৯৬৭) হিসাব মতে, ইঁদুর প্রতি বছর...
ঋতু চক্রের কার্তিক মাসে হেমন্তের আগমন। হেমন্তে বাংলার রোদের তেজ কমে গরমের তীব্রতা কমতে শুরু করে।
সোনালী ধানের সম্ভার সুঘ্রাণে ভরে থাকে বাংলার মাঠ প্রান্তর। কৃষক মেতে ওঠে ঘাম ঝরানো সোনালী ফসল কেটে মাড়াই ঝাড়াই করে শুকিয়ে গোলা ভরতে। সাথে সাথে শীতকালীন ফসলের জন্য প্রয়োজনীয় কাজগুলো শুরু করতে। তাহলে আসুন আমরা...
ইঁদুর এক পরিচিত স্তন্যপায়ী প্রাণী এবং সবচেয়ে পুরনো মেরুদ-ী বালাই যা মানুষের সাথে নিবিড়ভাবে সহাবস্থান করে। ইহা আমাদের বিভিন্ন ফসল যেমন- ধান, গম, ভুট্টা, সরিষা, বিভিন্ন ফল ও শাকসবজির ক্ষতি করছে, গুদামজাত শস্যে মলমূত্র ও লোম সংমিশ্রণ করছে, আমাদের বাসাবাড়ির আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জামা-কাপড়, বিছানাপত্র এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে,...
ইঁদুর মুরগির খামারের মূল অবকাঠামো নষ্ট করে খামারের স্থায়িত্বকাল কমিয়ে ফেলে। খামারের ব্যবহৃত দ্রব্যাদি যেমন পানি পাত্র, খাদ্য পাত্র, স্প্রে মেশিন ইত্যাদি যাবতীয় কাঠের, প্লাস্টিকের, রাবারের জিনিসপত্র কেটে নষ্ট করে ফেলে। পানি সরবরাহ পাইপ কেটে পানি সরবরাহ বিঘœ ঘটায়। বৈদ্যুতিক তার কেটে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে সমগ্র খামার পুড়ে...
কৃষি বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। আমাদের মোট শ্রমশক্তির ৪৮ ভাগ কৃষিতে নিয়োজিত। গ্রামের উন্নয়নের কথা বলতে গেলে প্রথমে আসে কৃষি উন্নয়ন-কৃষিভিত্তিক শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উন্নয়ন। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটির অধিক এবং এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। সরকারের মুখ্য উদ্দেশ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ এর ধারাবাহিকতা ধরে রাখা।...