Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জানুয়ারি ২০২৫

সিটিজেনস চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়

www.ais.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি (citizen’s charter)

 

১. ভিশন ও মিশন

ভিশন: আধুনিক কৃষি তথ্য সেবা সহজলভ্য।

মিশন: গণমাধ্যমের সহায়তায় কৃষি তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে সহজলভ্য করে টেকসই কৃষি উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি।

২. সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবা

ক্র নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল

০১

 

 

মাসিক কৃষিকথা পত্রিকা বিতরণ

 

 

 

 

 

 

-চাহিদা প্রাপ্তি/গ্রাহকের জন্য নির্ধারিত সময়

-বিতরণ (সরাসরি/ডাকযোগ)

-অনলাইনে কৃষিকথা পত্রিকা বিনামূল্যে পড়তে ও ডাউনলোড করতে পারবেন

www.ais.gov.bd

 

 

 

 

 

 

-ক্যাশ মোমোর মাধ্যমে গ্রাহক।

প্রাপ্তি স্থান: সদর দপ্তর/আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস।

-মানি অর্ডারের মাধ্যমে গ্রাহক ।

প্রাপ্তি স্থান : পোস্টাল বিভাগ।

 

 

 

 

 

-প্রতি সংখ্যা ০৫ (পাঁচ)টাকা

-১ বছরের গ্রাহক: জনপ্রতি ৫০ (পঞ্চাশ)টাকা এবং সদস্য সংখ্যা ২০এর অধিক হলে  জনপ্রতি ৪২ (বিয়াল্লিশ) টাকা।

-নগদ অথবা ট্রেজারী চালানের মাধ্যমে

এখন কৃষি সেবা পোর্টাল এর মাধ্যেমে অনলাইনে গ্রহক হবে পারবেন।

 

 

 

 

-নগদের ক্ষেত্রে তাৎক্ষণিক (মজুদ থাকা সাপেক্ষে)

-নিয়মিত গ্রাহকদের জন্য প্রকাশের ৭ কর্মদিবসের মধ্যে

-নতুন গ্রাহকদের ক্ষেত্রে গ্রাহক চাঁদা পরিশোধের ২ মাস পর থেকে

 

 

 

মোহাম্মদ পারভেজ

প্রশিক্ষণ ও প্রয়োগ অফিসার (চ.দা)

ফোন:  ৯১৪০৯৫৯

মোবা. ০১৯১১২০০৯৪৭

tuo@ais.gov.bd

 

 

 

 

০২

কৃষি ডাইরি বিতরণ

-চাহিদা প্রাপ্তি

-বিতরণ (সরাসরি/ডাকযোগ)

আবেদন পত্র

নির্ধারিত মূল্য (সরকার কর্তৃক নির্ধারিত)

-নগদ অথবা ট্রেজারী চালানের মাধ্যমে

-নগদের ক্ষেত্রে তাৎক্ষণিক(মজুদ থাকা সাপেক্ষে)

-চালান প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে

 

মোহাম্মদ পারভেজ

প্রশিক্ষণ ও প্রয়োগ অফিসার (চ.দা)

ফোন:  ৯১৪০৯৫৯

মোবা ০১৯১১২০০৯৪৭

tuo@ais.gov.bd

০৩

কৃষি বিষয়ক তথ্য সেবা

-চাহিদা প্রাপ্তি

-তথ্য সেবা প্রদান

 -সরাসরি

    

-কমিউনিটি রেডিও

   

 

বিনামূল্য

-সরাসরি তথ্য গ্রহণের ক্ষেত্রে প্রতিদিন অফিস চলাকালিন সময়

-ওয়েব সাইটে ২৪ ঘন্টা

-কিয়স্ক-এর ক্ষেত্রে প্রতিদিন অফিস চলাকালিন সময়

-কমিউনিটি রেডিওর ক্ষেত্রে সকাল ৯টা থেকে দুপুর ১১টা এবং বিকেল ৩টা থেকে রাত রাত ৯টা

 

 

আকলিমা খাতুন

তথ্য অফিসার (পিপি)

ফোন: ৫৫০২৮৪৪১

মোবা. ০১৯১৬৫৬৬২৬২

aiopp@ais.gov.bd

 

ইসমাত জাহান এমি 

বেতার কৃষি অফিসার

ফোন:  ৯১১৪২৬৪

মোবা. ০১৭৩৮০৪৯৪১৮

fbo@ais.gov.bd

 

 

 

শাশ্বতি এদবর

উপপ্রধান তথ্য অফিসার

ফোন:  ৫৫০২৮৪৪১

মোবা. ০১৭১৭৯৯৪১০৫

dcio@ais.gov.bd

আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা/ আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা/ সহকারী তথ্য অফিসার

 

04

কৃষি বিষয়ক ভিডিও চিত্র তৈরি ও প্রদর্শন

-চাহিদা প্রাপ্তি

-কৃষি প্রযুক্তি ভিত্তিক ভিডিও চিত্র ( ফিল্ম/ ফিলার/ ডকুমিন্টারি ইত্যাদি) তৈরি ।

-সদর দপ্তরের মাধ্যমে জাতীয় পর্যায়ের বিভিন্ন মেলায় প্রদর্শিত হয়।

-বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হয়।

-আঞ্চলিক কার্যালয়ের মোবাইল সিনেমা ভ্যানের সহায়তায় গ্রাম পর্যায়ের জনবহুল স্থানে ও বিভিন্ন মেলায় প্রদর্শিত হয়।

 

বিনামূল্য

চাহিদা প্রাপ্তির ৩০ কর্মদিবসের মধ্যে

 

মো: শাহনেওয়াজ, ফিল্ম প্রডাকশন অফিসার (অদা:)

ফোন:  ৫৮১৫৬৮২৮

মোবা. ০১৭১১১০৯৮৭৫

fpo@ais.gov.bd

 

আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা/ আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা/ সহকারী তথ্য অফিসার

 

০5

কৃষি কল সেন্টারের মাধ্যমে পরামর্শ প্রদান

-শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল 9.০০ টা থেকে বিকেল 4.০০টা পর্যন্ত যেকোন মোবাইল আপারেটর হতে ১৬১২৩ নম্বরে কল করা

এখন থেকে কলসেন্টর সেবা শনিবার সকাল 10টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রদান করা হচ্ছে

-সমস্যা উপস্থাপন

-বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ প্রদান

 

কৃষি বিষয়ক  যেকোন সমস্যা চাষ পাদ্ধতি জানতে যে কোন মোবাইল ফোন থেকে কল করে সেবা নেয়ার জন্য প্রতি মিনিট ২৫ পয়সা হারে (ভ্যাট ও সম্পূরক শুল্ক ব্যতিত)

  • অধিকাংশ ক্ষেত্রেই তাৎক্ষনিক সমাধান প্রদান
  • বিশেষ ক্ষেত্রে ২  কর্মদিবস

আকলিমা খাতুন

তথ্য অফিসার (পিপি)

ও বাদল চন্দ্র সরকার (টিপি) ও আইসিটি ইনচার্জ

ফোন: ৫৫০২৮৪৪১

মোবা. ০১৯১৬৫৬৬২৬২ 

aiopp@ais.gov.bd

 

০6

পোস্টার, লিফলেট, বুকলেট, ফোল্ডার, স্টিকারসহ অন্যান্য মুদ্রণ সামগ্রী বিতরণ

-চাহিদা প্রাপ্তি

-সরাসরি বিতরণ

 

বিনামূল্য

মজুদ থাকা সাপেক্ষে চাহিদা প্রাপ্তির পর থেকে ১ কর্মদিবস

মোহাম্মদ পারভেজ

প্রশিক্ষণ ও প্রয়োগ অফিসার

ফোন:  ৯১৪০৯৫৯

মোবা. ০১৯১১২০০৯৪৭

tuo@ais.gov.bd

০7

কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে তথ্য প্রদান

-সেবা গ্রহনকারীর নিকট থেকে চাহিদা প্রাপ্তি

-প্রাপ্ত চাহিদার ভিত্তিতে তথ্য প্রদান

 

বিনামূল্য ও স্বল্পমূল্য

 তাৎক্ষণিক/চাহিদা প্রাপ্তির পর থেকে ২  কর্মদিবস

তথ্য অফিসার (কৃষি)/আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা/ আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা/ সহকারী তথ্য অফিসার /লিয়াজোঁ অফিসার

 ২.২) দাপ্তরিক সেবা

ক্র নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল

০১

বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠানের শিরোনাম ও কথক নির্ধারণ

-চাহিদার ভিত্তিতে সংস্থা থেকে তালিকা প্রাপ্তি

 

- ত্রৈমাসিক প্রান্তিক সভার মাধ্যমে তালিকা নির্ধারণ

- বাংলাদেশ বেতারের কাছে তালিকা প্রেরণ

 

বিনামূল্য

নির্ধারণের পর ২ কর্মদিবস

ইসমাত জাহান এমি 

বেতার কৃষি অফিসার

ফোন:  ৯১১৪২৬৪

মোবা. ০১৭৩৮০৪৯৪১৮

fbo@ais.gov.bd

০২

বাংলাদেশ টেলিভিশনের কৃষি বিষয়ক ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানে সহযোগিতা প্রদান

-বাংলাদেশ টেলিভিশন থেকে চাহিদা প্রাপ্তি

- প্রাপ্ত চাহিদার অনুমোদন ও বাস্তবায়ন

 

বিনামূল্য

চাহিদা পত্রে উল্লেখিত সময়

ফেরদৌসী ইয়াসমিন

উপপরিচালক (গণযোগাযোগ)

ফোন:  ৫৫০২৮২২৭

মোবা. ০০১৬৭০০৬৮২০১

ddmc@ais.gov.bd

০৩

বাংলাদেশ টেলিভিশনের কৃষি বিষয়ক প্রতিদিনের অনুষ্ঠান ‘বাংলার কৃষি’ সম্প্রচার

-অনুষ্ঠান নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্য ও ভিডিও চিত্র ধারন

- বিটিভিকে ভিডিও ফুটেজ সরবরাহ

কৃষি তথ্য সার্ভিসের প্রধান কার্যালয়

 

বিনামূল্য

প্রতিদিন সকাল ৭.২৫ মিনিট থেকে ৭.৪৫ মিনিট-এর মধ্যে

ফেরদৌসী ইয়াসমিন

উপপরিচালক (গণযোগাযোগ)

ফোন:  ৫৫০২৮২২৭

মোবা. ০১৬৭০০৬৮২০১

ddmc@ais.gov.bd

04

কনফারেন্স রুম ও ICT ল্যাব

 

 

-বিভিন্ন সংস্থা থেকে চাহিদা প্রাপ্তি

- অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান

-সরাসরি পরিচালক মহাদয়ের নিকট আবেদন করে অথবা

-আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে

ওয়েব সাইট: service.moa.gov.bd

সরকারি প্রতিষ্ঠানের জন্য ভাড়া ২০০০/-টাকা ও সার্ভিস চার্জ ৫০০/- ও বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠানের জন্য ৩০০০/-টাকা ও সার্ভিস চার্জ ৫০০/টাকা প্রতি দিনের জন্য জমা দিতে হবে।

আবেদনপত্র প্রাপ্তির পর ৫ কর্মদিবস

বাদল চন্দ্র সরকার 

আইসিটি ইনর্চাজ/টিপি

মোবা. ০১৭১২৭৮৭৯৫০

২.৩) অভ্যন্তরীণ সেবা

ক্র নং 

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল

০১

চিকিৎসা সাহায্য

-আবেদনপত্র প্রাপ্তি

-মঞ্জুরিপত্র জারী

 

আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র।

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর

ওয়েব সাইট: www.bkkb.gov.bd

বিনামূল্য

৩ দিন

মো. রেজাউল করিম

প্রশাসনিক অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা.01724553267

admin@ais.gov.bd

০২

জিপিএফ, গৃহ নির্মাণ, গাড়ি ও অন্যান্য ঋণ

-আবেদনপত্র প্রাপ্তি

-মঞ্জুরিপত্র জারী

 

 

-একাউন্স স্লিপসহ আবেদন

-জমির দলিলসহ আবেদন

-ননজুডিসিয়াল স্ট্যাম্পে মুচলেকাসহ আবেদন

ওয়েব সাইট: www.bkkb.gov.bd

বিনামূল্য

৩ দিন

মো. রেজাউল করিম

হিসাব রক্ষণ অফিসার (অ.দা)

ফোন:  ৮১২৮৯০৩

মোবা. 01724553267

finance@ais.gov.bd

০৩

অফিস সরঞ্জাম ও সামগ্রী ক্রয়

-টেন্ডার, কোটেশন ও ভাউচারের বিপরীতে বিল দাখিল

-মঞ্জুরি পত্র জারী

-চেকের মাধ্যমে বিল প্রদান

পিপিআর ২০০৮ অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্র

-নির্ধারিত টেন্ডার ফি

-হিসাব রক্ষণ অফিস হতে চেকের মাধ্যমে

১৫ দিন

মো. রেজাউল করিম

হিসাব রক্ষণ অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা.01724553267

admin@ais.gov.bd

০৪

পদোন্নতি 

-প্রজ্ঞাপন জারী

-বার্ষিক গোপনীয় প্রতিবেদন

-সার্ভিস বহি

-গ্রেডেশন তালিকা

-বিভাগীয় মামলা সংক্রান্ত প্রত্যয়ন

-জ্যেষ্ঠত্বের প্রত্যয়নপত্র

বিনামূল্য

ডিপিসি মিটিংএর সিদ্ধান্তের পর হতে ৭ দিন

মো. রেজাউল করিম

প্রশাসনিক অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা.01724553267

admin@ais.gov.bd

০৫

অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি

-আবেদনপত্র প্রাপ্তি

-পত্র জারী

ছুটির প্রাপ্যতার প্রত্যয়নসহ আবেদন

(এজি অফিস ও প্রশাসন শাখা)

বিনামূল্য

৫ দিন

মো. রেজাউল করিম

প্রশাসনিক অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা.01724553267

admin@ais.gov.bd

06

পিআরএল মঞ্জুর ও ছুটি নগদায়ন

-পিআরএল-এর কমপক্ষে ৩ মাস পূর্বে আবেদন

-আদেশ জারী

 

- নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে চাকুরীর বিবরণী – ১ কপি

-ছুটির প্রাপতার হিসাব – ১ কপি

-পিআরএল মঞ্জুরির জন্য ১২ (বারো) মাস ছুটি পাওনা আবশ্যক

-অবসর-উত্তর-ছুটির অতিরিক্ত ছুটি পাওনা থাকলে সর্বাধিক ১৮ মাস নগদায়ন 

 

বিনামূল্য

১০ দিন

মো. রেজাউল করিম

প্রশাসনিক অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা.01724553267

admin@ais.gov.bd

০৭

পেনশন সংক্রান্ত

- পেনশন সময়ের ১ মাস পূর্বে

   আবেদন

- আদেশ জারী

 

- নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে চাকুরীর বিবরণী - ১ কপি

-পিআরএল মঞ্জুরির আদেশ -১ কপি

-প্রত্যাশিত শেষ বেতন সনদ - ১ কপি

-নির্ধারিত পেনশন

আবেদন ফরম ২.১ ( সংযোজনী-৪) - ১ কপি

-পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি - ৪ কপি

-প্রাপ্য পেনশনের উত্তরাধিকারী ঘোষণাপত্র (সংযোজনী-২)- ৩ কপি

-নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আংগুলের ছাপ (সংযোজনী-৬) - ৩ কপি

- না-দাবী সনদপত্র  ((সংযোজনী-৮) - ১ কপি

-পেনশন মঞ্জুরি  আদেশ - ১ কপি

-সত্যায়িত এস এস সি সার্টিফিকেট-১ কপি

-দায়িত্ব হস্তান্তরের কপি- ১ কপি

-সরকারী বাসায় বসবাস না করার প্রত্যয়নপত্র

-আনুগত্য সনদপত্র - ১ কপি

-নাগরিকত্ব সনদপত্র -১ কপি

-অঙ্গীকার নামা - ১ কপি

-অডিট প্রত্যয়ন পত্র - ১ কপি

 

বিনামূল্য

 

১০ দিন

মো. রেজাউল করিম

প্রশাসনিক অফিসার (অ.দা)

ফোন:  ৯১৩৭৮৪৬

মোবা. 01724553267

admin@ais.gov.bd

 ৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন

ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিস্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা

নাম: মোঃ মসীহুর রহমান

পদবি: পরিচালক 

অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা (অনিক)

ফোন: ৫৫০২৮২৬০

ইমেইল dirais@ais.gov.bd

মোবাইল  ১৭১১-৩৮৪৩০৩

৩০ কার্যদিবস

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

 

জনাব পরিতোষ হাজরা

যুগ্মসচিব (প্রশাসন)

কৃষি মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ফোন: ৫৫১০০০৬৭

ই-মোইল:jsadmn@moa.gov.bd

২০ কার্যদিবস

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

 

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র

৫নং গেইট, বাংলাদেশ সচিবালয় ঢাকা

ওয়েব সাইট: www.grs.gov.bd

৬০ কার্যদিবস

৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

০১

স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান।

০২

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা।

০৩

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা।

০৪

দাপ্তরিক সেবার ক্ষেত্রে দপ্তরের অগ্রায়ণ পত্র /প্রস্তাব।

০৫

আবেদনপত্রে ফোন নম্বর ও ইমেইল নম্বর উল্লেখ করা।

পরিচালক

কৃষি তথ্য সার্ভিস

ফোন:৫৫০২৮২৬০

ই-মেইল: dirais@ais.gov.bd