Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০১৫

আইসিটি ল্যাব

কৃষক, সম্প্রসারণকর্মীসহ সংশ্লিষ্ট সবার বছরব্যাপী আইসিটিভিত্তিক প্রশিক্ষণের জন্য কৃষি তথ্য সার্ভিস কর্তৃক দেশের দশটি কৃষি অঞ্চলে দশটি আধুনিক আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের উন্নয়ন প্রকল্প (ডিকেআই প্রকল্প) থেকে এ ল্যাবগুলো স্থাপন করা হয়েছে।

প্রতিটি ল্যাবে ২৫টি ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সংযোগসহ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রশিক্ষণার্থীদের আইসিটিবিষয়ক প্রশিক্ষণের জন্য আদর্শ ভেন্যু হিসেবে বিবেচিত। এসব ল্যাবে শুধু কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন প্রশিক্ষণই নয়, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও যথাযথ অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণ কাজে ব্যবহার করতে পারেন।

ডিজিটাল বাংলাদেশ গঠনে আইসিটিভিত্তিক নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণ, কর্মশালার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠনে এসব ল্যাব কার্যকর ভূমিকা রেখে চলেছে।