কৃষিবিদ কথন
মুন্সী আবু আল মো. জিহাদ
তোমার বিদ্যা ভীষণ দামী, ইট পাথরেই আঁটে
আমার বিদ্যা নগণ্য খুব, নামায় কাদা মাঠে
সখ্যতা মোর মাটির সাথে, বন্ধু আমার চাষা
যে নামে ভাই হীন করো, অবজ্ঞা করার ভাষা
সভ্যতা আর কৃষ্টি যা-হোক, কৃষিই যে তার মূল
কৃষিবিদ তার স্বপ্ন আঁকে, কৃষক ফোঁটায় ফুল
কৃষি, কৃষক, কৃষিবিদ তাই একই সুতায় বোনা
‘ত্রিরত্ম’ ভাই, অমূল্য ধন, মাথার সুকুটসম সোনা
অর্থনীতির ভিত্তি কৃষি, কৃষিই দেশের প্রাণ
কৃষিবিদের মেধাশ্রমে পরার্থপরতার ঘ্রাণ
করতে সবুজ বাংলাদেশ, আর গড়তে দেশের কৃষি
‘ত্রিরত্ন’রা ভাই খাটছে সবে, চ্যালেঞ্জ দিবা-নিশি
জলবায়ুর বিরূপ প্রভাব আর শিল্পায়নের ভিড়ে
নুব্জ্য কৃষি, ফসলের মাঠ কমছে ধীরে ধীরে
তবুও তো কালক্রমেই বাড়ছে খাদ্য উৎপাদন
কৃষিবিদের “সবুজ-বিপ্লব” আনলো নতুন উদ্ভাবন
দেশ জাতি তে কি অবদান, ভেবেছ কি ভ্রমে
তোমার আমার অন্ন জোটে তাদেরই পরিশ্রমে
নিত্যনতুন গবেষণায় মত্ত করে হৃদ
সম্ভাবনার দুয়ার খুলি, হ্যাঁ আমরাই কৃষিবিদ ।
লেখক : বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর, দিনাজপুর। মোবাইল : ০১৬৮০৩২৬০২৫, ই-মেইল :zihad327@gmail.com