কৃষি জমিতে অকৃষির ছোবল
ড. মো. আলতাফ হোসেন
উৎপাদনশীল কৃষির জন্য উর্বর জমি চাই
প্রতিদিনই কমে যাচ্ছে সেটা- দেখার কেউ নাই।
কৃষি উন্নয়নের সাথে সাথে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন
আর্থিক উন্নয়ন প্রভাবিত করছে নতুন নতুন শিল্পায়ন।
কলকারখানা স্থাপিত হচ্ছে রাস্তার পার্শ্বে উর্বর কৃষি জমিতে
কেউ যেতে চাচ্ছে না দূরে- নিচু বা অনুর্বর ভূমিতে।
ভিটা জমি হচ্ছে দখল তৈরি করতে নতুন ঘরবাড়ি
যেখানে ফলতো একদিন শাকসবজি ও ফলমূল ঝুড়ি ঝুড়ি।
রাস্তার মোড়ে কৃষি জমিতে স্থাপিত হচ্ছে চা’স্টল ও বিভিন্ন দোকান
আগে যেই জমিগুলো অবদান রাখতো গড়তে কৃষি আবাদের সোপান।
পোল্ট্রি ফার্ম স্থাপিত হচ্ছে- ‘না মেনে কোন শাসন’
নির্বিঘেœ চলছে সেখানে বায়ু ও পানি দূষণ।
ইটভাটা তৈরি হচ্ছে নষ্ট করে উর্বর কৃষিজমি
আগুনে পুড়ে চিরতরে হয়ে যাচ্ছে সেটা- “অনুর্বর ভূমি”।
বিলের মধ্যে ধানচাষ- লাভজনক হচ্ছে না বলে
দেদারছে কাটছে পুকুর- কৃষি জমি যাচ্ছে চলে।
তৈরি করে অপরিকল্পিত বাঁধ ও রাস্তাঘাট
কৃষি জমিকেও ব্যাপকভাবে করা হয়েছে ছাঁট।
নদী ভাঙনের আরেক প্রভাবে হচ্ছে কৃষিজমি নষ্ট
ভাঙন এলাকার জনসাধারণের সেকি অবর্ণনীয় কষ্ট!
পেটে খাবার না থাকলে থেমে যাবে সব উন্নয়ন
এখনই সোচ্চার হতে হবে সংশ্লিষ্ট সব প্রশাসন।
কৃষি জমিতে অকৃষির ছোবল প্রশাসন থাকবেন না নির্বিকার
খাদ্যে স্বয়ম্ভর থাকতে হলে এখনই করতে হবে এর প্রতিকার।
লেখক : মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। মোবাইল : ০১৭২৫-০৩৪৫৯৫, ই- মেইল :hossain.draltaf@gmail.com