Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

ফলে-পুষ্টি-অর্থ-বেশ-স্মার্ট-কৃষির-বাংলাদেশ

ফলে পুষ্টি অর্থ বেশ
স্মার্ট কৃষির বাংলাদেশ 

মোছলেহ উদ্দিন সিদ্দিকী 
কোন এক কালে 
বনে বাদারে আঙিনার ধারে 
অচেনা প্রান্তরে
আদরে অনাদরে আচ্ছাদিত ছিল রাশি রাশি বৃক্ষ,
ফলদ, বনজ, ওষুধির ছায়, কী মায়ায় মমতায় 
কেটেছে কৈশোর মোর, প্রশান্তির ¯িœগ্ধতায়। 

ফলদ অঙ্গ ভরা বন চারিধার 
দেখিনা তো এখন আর
নিজেই করেছি উজার,
বুঝে, না বুঝে, প্রয়োজনে অপ্রয়োজনে 
বিনাশ করেছি তারে বারেবারে
এখন ধরণীর রুদ্র রুষে প্রবল উষ্ণতার আলিঙ্গনে- ভাবি তাই,
আমার শিশু কি রবে সবুজের শূন্যতায়! 

দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যুগ
গবেষণায় মেতে উঠে মেধাবী চোখ,
পুরনোর ভিত থেকে তুলে আনে উন্নত নতুনের জাত 
অতি অকস্মাৎ। 
সুমিষ্ট সুস্বাদু বাহারি ফলের আহারে পাই অমৃতের সুখ। 

বাগানে বাগানে ভরা আমের মিছিল
গাছ ভরা থোকা থোকা লিচু ঝিলমিল
কাঁঠালে কাঁঠাল ভরা বিশাল বলয় 
পেঁপে কলা আনারস কতো চাষ হয়। 
আগাম আর নাবী জাতে কতো বিষ্ময় 
ফলের মৌসুম তাই সুদীর্ঘ হয়।

অপ্রচলিত, বিলুপ্ত প্রায়
এখনো তো দেখা যায়-
করমচা কদবেল, লটকন জামরুল 
পেয়ারা জলপাই, তাল-তেঁতুল, আতা কুল
মালটা কমলা, তৈকর সাতকরা, 
কাউফল চালতা লুকলুকি আমড়া। 

দেশি ফল, পাশাপাশি বিদেশিও আছে তাই
রাম্বুটান অ্যাভোকেডো, স্ট্রবেরিটা কাছে পাই  
শানতোল পার্শিমন, আঙুর ড্রাগন
বাংলাকে ভালবেসে থাকো মিশে আজীবন।  

আমাদের দেশি ফল পুষ্টির আধার 
পুষ্টির তুষ্টিতে ফলদ আহার 
হয় যেন সমভোগ এই বাংলার 
আবাল বৃদ্ধ বনিতার। 
বিশাল পৃথিবী আজ ছোট এক গাঁও
তথ্য প্রযুক্তির দুরন্ত নায়ে আমরাও তুলেছি পাল উদ্যাম হাওয়ায়। 
অদম্য উৎসাহে উত্তম কৃষি চর্চায় 
আমরাও ফলাই ফল-ফসল এই বাংলায়। 

পৃথিবীর নানা প্রান্তরে অচেনা কত বন্ধুর হাতে রেখে হাত
পরিতৃপ্ত করি রসনার উল্লাসে, 
ফলের পসরা সাজাই বিশ^ বাজারে 
হাত বাড়ালেই বাংলার ফল পায়, নিজ আঙিনায়।

বিশে^র তালে তালে এগিয়েছে জাতি 
উন্নত হচ্ছে দেশ, খাদ্য নিরাপত্তায় 
পুষ্টি জোগানে, অর্থ আহরণে 
আজ উচ্চারিত হয় ক্ষণে ক্ষণে 
ফলে পুষ্টি, অর্থ বেশ
স্মার্ট কৃষির বাংলাদেশ ॥

লেখক : ফিল্ম প্রোডাকশন অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়, খামারবাড়ি, ঢাকা-১২১৫, মোবাইল : ০১৫৫৬৩৩২৯৬৯, ই-মেইল : fpo@ais.gov.bd