Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ,উন্নত জীবন নিশ্চিত হয়

কবিতা
উন্নত জীবন নিশ্চিত হয়
মোছলেহ উদ্দিন সিদ্দিকী
কোন এক কালে...
কুয়াশার কাকভোরে লাঙল জোয়াল কাঁধে
ছিল কৃষকের পথ চলা;
পশুর পেশির বলে, লাঙলের ফলা ঠেলে
হতো চাষ- বারো মাস।
সনাতন চাষে, রাজার কি যায় আসে
কৃষকের হতো সর্বনাশ।
শ্রম দিয়েছে যতো, ফলন হতোনা ততো
শোষণের দ- অবারিত;
দারিদ্র্য অপুষ্টি ছিল নিয়তির পরিহাস।
একদিন তাই...
শেকল ভাঙ্গার গর্জনে উঁচু তর্জনীর ইশারায়,
আমাদের স্বাধীনতা এলো
এক রক্তগঙ্গা পাড়ি দিয়ে বাংলার আঙিনায়।
তারপর কেটে যায় কাল...
কালের কলস ভাঙে আকালের রাত আসে।
পিশাচ মৃদঙ্গ বাজায়
অন্ধকারে নিমজ্জিত কৃষক
জাতির পিতা হারাবার দুঃসহ বেদনায়।
দারিদ্র্য অপুষ্টি অসচ্ছলতা নিত্যসাথী হয়
তার আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে জরাজীর্ণতার অন্ধকার।
ভোর হয়...
আবারো ভোর হয়
আলো ফোটে পূর্ব দিগন্তে
দুঃস্বপ্নের কালো ছায়া আলোর স্পর্শে নিপতিত
স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয়ে
তাঁরই সুযোগ্য কন্যার হাত;
কী মায়ার বলয়ে আগলে রাখে আমাদেরে
প্রশান্তির ¯িœগ্ধতায়।
পরিবর্তনের ডালি সাজায় কৃষক
হাল চাষে কলের লাঙল।
রাইস ট্রান্সপ্ল্যান্টারে চারা রোপণ।
সেচে-সারে সুষম ব্যবস্থাপনা
বালাইনাশকের নাই দাপট
পরিবেশবান্ধব কৃষি- নির্মল প্রকৃতি
উন্নত প্রযুক্তি হাতের মুঠোয়।
খোরাকি কৃষি বদলে যায়
বাণিজ্যিক কৃষির দুর্দান্ত প্রতাপে।
হার্ভেস্টারে ঘরে উঠে কৃষকের সোনালী স্বপ্ন
সমলয়ের স্বপ্নীল একতায়।
আমাদের ডিজিটাল বাংলায়।
গোলায় শস্যের সমারোহ
উঠুনের কোণে সবজি আবাদ
পুকুরে বিলে উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ
হাঁসের পাল চড়ে হাওরের বুকে
পোল্ট্রিশিল্পে, দুগ্ধ খামারে এগিয়েছে দেশ
গবাদিপশুর পাল ধুলোয় উড়িয়ে আসে পড়ন্ত বিকেলে।
রপ্তানি আয় বাড়ে
ফল-সবজি মাছের পসরায়
বিশ^ বাজারে আমরাও আছি  
বলিষ্ঠ পদচারণায়।  
কাউকে পশ্চাতে রেখে নয়
ভাল উৎপাদনে, উত্তম পুষ্টিতে,
সুরক্ষিত পরিবেশে
উন্নত জীবন,
আজ নিশ্চিত হয়।  

লেখক : ফিল্ম প্রোডাকশন অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫। মোবাইল : ০১৫৫৬৩৩২৯৬৯ ই-মেইল:smoslahuddin@yahoo.com