Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৮ (মাঘ)

সুস্থ পরিবেশে উন্নত জীবন

ভালো পরিবেশই সবার উন্নত জীবন,
স্বর্গীয় প্রয়াসে মিষ্টি মধুর পরিবেশ আকিঞ্চন।
দ্রুম-শাখি সুশোভিত পাখালির ডাকে,
আনন্দময়ী বার্তাবহ কুলু কুলু গাঙের বাঁকে।
তারপর মানুষের স্বাস্থ্যসম্মত চলা বলা,
অমিয় জ্যোস্না ছড়ানো স্নিগ্ধ পরিবেশ কলা
ফুলে-ফলে আদূরে অধরা দেহবিজ্ঞান,
উন্নত জীবনে পুলকিত মনে তানসেনের গান।
স্রষ্টার সৃষ্ট পরিবেশ উপযুক্ত অকুস্থলে,

মানব অনাচারেই অনুন্নত গত ইতিহাস বলে।
আমাদের পরিবেশে আমরা অবগাহি,
সুজীবনাচারে ভালো পরিবেশের বিকল্প নাহি।
সমুন্নত পরিবেশ হউক আমাদের সৃষ্টি,
 যেমন সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান কৃষ্টি।
জননীর অঙ্কপরে উন্নত পরিবেশ গড়ি,
উন্নত পরিবেশেই সমুন্নত জীবনকালের ঘড়ি।

বিধি বৈধ বিরচন হৃদে ঠাঁই সাধু জ্ঞানে,
ভালোর বিকল্প শুধু ভালো তা হৃদয় জানে।
টাকায় টাকা বাড়ে, রোগে বাড়ে রোগ,
ভালো উৎপাদনে সবার ভালো পুষ্টি যোগ।
কলুষিত কোনো কিছু যে সুধাতুল্য নয়,
 ভেজাল উৎপাদন খেতে সবার বড় ভয়।
তাই যে ভালো উৎপাদনে ভালো পুষ্টি,
ভালোতেই ভালো কুসুমেই আত্মতুষ্টি।

যথারীতি সার, সেচ ও যত্ন উৎপাদনে,
এ খাদ্য অনবদ্য স্বাদ ও পূর্ণপুষ্টি আনয়নে।
পুষ্টিতে সৃষ্টি সাবলীল স্বাস্থ্য মঙ্গল যার,
 রোগ প্রতিরোধ সুনীতি বোধ করে অহংকার।
বিজ্ঞানসম্মত খাঁটি পরিপাটি উৎপাদন,
পূর্ণ পুষ্টিতে সৃষ্ট সুস্থ দেহে সুস্থ মন বিরাজন।
বিশুদ্ধ ভালো উৎপাদনেই সবার তুষ্টি,
সুস্থ সবল সুন্দর মানুষ সৃজনে অমোঘ পুষ্টি।


ডিজিটাল চাষাবাদ

পোষের শীত মোষের গায়
মাঘে বাঘের চামড়া
কাঁপায়শুনি, চাষার শক্ত হাড়
ভয় করিনে আমরা।
বুড়ির ঘর পোড়া বিচল
দস্যি ছেলের দল,
মথ, পর্দা ক্ষতিকারক
পোকার চিতানল !
ঔই যে দূরে সবজি ক্ষেতে
মুলা, গাজর, লাউ
ফুলকপি, বাঁধাকপি,
শালগম লাউ।
নানান জাতের গোল আলু
আলতারাঙা টমেটো,
ফাঁক খুঁজছে, তাক করছে
ভব ঘুরে টো টো।
শীতের পালং দারুণ মজা
সঙ্গে তাজা শিম
বল বর্ধক, পুষ্টি গুণে
চাষির ছেলে ‘ভীম!’
ডাল ফসলে তেল ফসলে
রেশমী মেঠো চাদর
আমিষ পাবি যতো চাবি
করনা একটু আদর!
কীটনাশকের বিষে শরীর
দিসনে হায় বিষিয়ে,
বোবা কান্না বুকে আনাজ
বলছে ফিসফিসিয়ে!
বিষ টোপ, সেক্সফেরোমন
ফাঁদ পেতে চাষা
অপকারী পোকা-মাকড়
মারতে পারো খাসা!
সবাই মিলে একযোগে
আইপিএম এর ফেরে
শত্রু পোকা দমন করো
ছক্কাতুড়ি মেরে।
দূষণমুক্ত পরিবেশে
নিরাপদ তরকারি,
সুস্থ দেহে সুস্থ মন
আজকে বড়ো দরকারী।
মান্ধাতা সে আমলের
ধ্যানধারণা দাও বাদ,
ডিজিটাল বাঙলায়
ডিজিটাল চাষাবাদ।

লেখক : ১পরিচালক (উপসচিব) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শেরেবাংলা নগর, ঢাকা। মোবাইল : ০১৭১২৮২২৭৪৯, ই-মেইল :  insanuzzaman12@gmail.com ২উপসহকারী কৃষি অফিসার (অবঃ), পি. সি.কলেজ বাগেরহাট, মোবাইল : ০১৭৩১-২৭৪৯৮৫।