Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (১৪২৮)

জৈব মাটি খাঁটি

ড. খান মোঃ মনিরুজ্জামান

মাটিরে বেসে ভালো,
ঘুচাও মনের কালো।
উর্ব্বর মাটির আলো,
বিকচ কুসুম ফুটালো।
মৃত্তিকা জাত ফসল,
সন্তানে তা সমুজ্জ্বল।
মৃত্তিকার মোহনায়,
মহিয়ানেরা জন্মায়।
মানুষ বাড়ে নিত্যদিন,
মাটির কাছে বাড়ে ঋণ।
মাটিতে চাষ অবিরত,
ভরসা ফলে শত শত।
সর্বাংসহা মা গরিয়সী,
চাষি পটন পটিয়সী।
অটুট মৃত্তিকা বন্ধন,
ধন্য জীবন স্পন্দন।
চাষাবাদ বিরামহীন,
মৃত্তিকা ক্রমশ ক্ষীণ।
এর জৈবশক্তি কম,
স্বাস্থ্য মার নয় উত্তম।
মাটি মার এ ভগ্নদশা,
মৃত্তিকা চাষির কষা।
জৈব যৌগ মাটি প্রাণ,
প্রাণেই প্রাণের ঘ্রাণ।
প্রাণ হীনে মাটি ধন,
নয় প্রাণের সঞ্চারণ।
জড় প্রাণের স্পন্দন,
অচল তটিনী যেমন।
মাটি চিরে শস্যদানা,
জীব জগতের খানা।
মৃত্তিকায় জৈবক্ষীণ,
জমির ফসল বিলীন।

ধন্য কৃষক
মো: মাসুদ রানা (বাদল)

বারো মাসের তেরো পার্বণ
ষড়ঋতুর এই বাংলাদেশ
নানান রঙের মায়ায় জড়ানো
রূপের নেইতো শেষ।

একেক ঋতু একেক কৃষি
এই নিয়মে সারাটা বছর
কৃষক ফুটায় সকলের মুখে হাসি।
ধন্য কৃষক ধন্য তোমার কৃষি

তোমার হাতেই গড়া বাংলাদেশের সুখ ও সমৃদ্ধি।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
কালবৈশাখীটাকে সামলে নিয়ে
সবার মুখে অন্ন দিচ্ছ তুলে
হাড়কাঁপানো শীতের মাঝেও
থেমে নেই সে চলছে অদম্য গতিতে।
           
ধন্য কৃষক ধন্য তোমার কৃষি
তোমার হাতেই গড়া বাংলাদেশের সুখ ও সমৃদ্ধি।
প্লাবণে ভাস ঝড়েতে উড়
রোদেতে পুড় বৃষ্টিতে ভিজ
তবুও তোমার নিরন্তন চলা
থেমে নেই একটু ক্ষণের জন্য।
                        
সবার চেয়ে মহৎ তুমি
তবুও নেই হিংসা অহংকার
দুহাত ভরে দিলেই শুধু
বিনিময়ে আর কিই বা পেলে।

সময় এখন তোমাদের দেবার
তোমরা জাতির সেরা সন্তান।
ধন্য কৃষক ধন্য তোমার কৃষি
তোমার হাতেই গড়া বাংলাদেশের সুখ ও সমৃদ্ধি। য়

১ পরিচালক (উপসচিব) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, মোবাইল : ০১৭১২৮২২৭৪৯ ২ উপসহকারী কৃষি কর্মকর্তা, দুর্গাপুর, নেত্রকোনা, মোবাইল: ০১৯১৬-৪২২৭২০ ই-মেইল:  badolmyn@gmil.com, মোবাইল : ০১৭৭৭-০১৭৮২৫।