Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৩

ইঁদুর
মো. দুলা মিঞা*

রোডেনসিয়া বর্গ তাদের মিউরিডি পরিবার,
ছেদনদন্ত আছে ওদের, এই পরিচয় তাদের।
স্বভাব তাদের কাটাকাটি, মলত্যাগ বারবার,
রাত্রিবেলা আড়াল পথে নিরাপদে চলবার।
আসবাবপত্র, কাপড়চোপড়, নালায়, চালায়
টাকা, বই, দলিলেও বারে বারে দন্তচালায়।
কাটে বাঁধ, ভীত আর ক্যাবল শুধু নয়
নালা কেটে করে তারা সেচের অপচয়।
ঘরে কাটে, মাঠে কাটে, গাছে কাটে ভাই
ফল আর ফসল শুধু নয়, সবই কাটা চাই।
কেটে করে সর্বনাশ অর্থ, সম্পদ, ফসলের
মল তাদের কারণ হয় পরিবেশ দূষণের।
রোগ বিস্তার করে ক্রান্ত কপাল ভাঙে কৃষকের
আরামের ঘুম হারাম করে সর্বস্তরের মানুষের।
ঘরের ইঁদুর, গাছের ইঁদুর, মাঠের ইঁদুর ভাই
সবাই মোদের জ্ঞাত শত্রু, কাউকে খাতির নাই।
ইঁদুরকুলের চিরশত্রু মোদের বন্ধু ভাই
সাপ, গুঁইসাপ, শেয়াল, বেজি, পেঁচককে বাঁচাই।
বিড়াল পোষে, ফাঁদ পেতে ইঁদুর মারায় নেই লাজ,
ইঁদুরনাশক ব্যবহারে ইঁদুর মারা সহজ কাজ।
হ্যামিলনের বংশীবাদক ইঁদুরের এখন নয় জম,
দামালদের লাঠির আঘাতেই ইঁদুর বেটারা হয় খতম।
ইঁদুর করে অপচয়, হয় রোগের কারণ
সবে মিলে চল ভাই, করি ইঁদুর নিধন॥

 

দাওয়াত মেহমান ইঁদুর
মো. আনোয়ার উদ্দিন
**
খাদ্য প্রনালি ভিন্ন ধারায় ভিন্ন-ভিন্ন কালে
কেমন জনে কেমন খাবে, জিজ্ঞাসিব নতুন হালে
অতি স্মরণীয় রবির ছোঁয়ায় কেন আহাজারি?
বর্গা চাষিদের ভেঙে দাঁত টিকে রাখি সোনালি শাড়ি।
দাওয়াতবিহীন জামাই বাবু দেয় চুপি দুয়ারে দুয়ারে,
যোগ্য মাত্রা উৎসব কয়টিতে করে মিছিল গম-ধান মাড়াতে।
চলার পথে যদিও জানি তারা বামপন্থী,
মিষ্টিভাষায় মধ্যাহ্নভোজে রাখি তাদের সরল নীতি।
কুশলাদি শুরুতে জিং ফসফেট দেই ধরিতে টুথ ব্রাশ,
ধ্বনী শুনি করুণ সুরে বলে তারা দাওনা প্রাণের অবকাশ।
প্রেক্ষাপটে বলি তাদের, ডাক্তার বলেন খেতে তা ভরা পেটে,
করেছি ভুল, দিয়েছি শুল, খেতে দিয়ে তোদের খালি পেটে॥

 

ইঁদুর দমন
বিজয় কুমার দেব***

ও আমার চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই
তাহারে আর কোন ক্ষমা নাইরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
বারো লক্ষ টন খাদ্যশস্য
ইঁদুরে ভাই করে নষ্ট
তাহারে আর কোন রক্ষা নাইরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
বাচ্চা প্রসবের দুই মাস পরে
ইঁদুর গর্ভধারণ করতে পারে
এক বছরে তিন হাজার বাচ্চা দিতে পারে তাইরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
আইলের ধারে, বাঁধের ধারে
ইঁদুর থাকে ঝোপ জঙ্গলে
সমন্বিত হয়ে সবাই ইঁদুর মারা চাইরে চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
প্লেগ রোগেরই প্রথম শত্রু
ইঁদুরে ভাই ছড়ায় কিন্তু
তাইতো ইঁদুর নিধন করতে পণ থাকা চাইরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
কাঁথা কাটে বালিশ কাটে
খাবার দাবার নষ্ট করে
ইঁদুর যা খায় তার বেশি ছড়ায়রে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
ইঁদুরের আছে অনেক জাত
বাতিয়ারা ইঁদুর বড়ই বজ্জাত
ঘরের পণ্য নষ্ট করতে সে খুবই ওস্তাদরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই।।
ইঁদুর মারার পণ
রাখতে ইঁদুর নিয়ন্ত্রণ
ইঁদুর মেরে সোনার ফসল তুলব যে সবাইরে, চাষি ভাই
ইঁদুরকে নিধন করা চাই॥


*উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, মোহনগঞ্জ, নেত্রকোনা। ** ইঁদুর নিধন সনদপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মচারী, গণপূর্ত বিভাগ-১, শে.বা.ন., জাতীয় সংসদ সচিবালয়, ঢাকা। ***বিজয় কুমার দেব, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনগর, মৌলভীবাজার।