Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সম্পাদকীয় অাষাঢ়-১৪২২

তুমি যদি জানো আগামীকাল কিয়ামত হবে তবুও আজ একটি গাছের চারা রোপণ কর। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রেরিত রাসূলের এ অমূল্য বাণী থেকে বৃক্ষ রোপণের গুরুত্ব যে কেউ অতি সহজেই উপলব্ধি করতে পারেন। এ ক্ষেত্রে ফলদ বৃক্ষ হলে তো কথাই নেই। ফলদ বৃক্ষ সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, কেউ যদি একটি ফলদ বৃক্ষ রোপণ করে এবং সে বৃক্ষের ফল পাখি কিংবা মানুষে খায় এমনকি যদি চুরি করেও খায় তবুও ওই বৃক্ষের মালিক সদকার সওয়াব পাবেন। এছাড়া হাদিসে আরও বলা হয়েছে বৃক্ষ রোপণ সদকায়ে জারিয়ার কাজ। অর্থাৎ কেউ বৃক্ষ রোপণ করে মারা গেলে তিনি মৃত্যুর পরও সওয়াব পেতে থাকবেন। হাদিসের অমূল্য বাণীগুলো থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে, ফলদ, বনজ কিংবা ভেষজ বৃক্ষ রোপণ করা কত বড় মহৎ ও সওয়াবের কাজ। শুধু তাই নয়, বৃক্ষের উপকারিতার কথাতো বলে শেষ করা যাবে না। এক কথায় বলা যায়, পৃথিবীকে মানুষ ও প্রাণীর বাসযোগ্য করতে এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ সরবরাহ করতে বৃক্ষের জুড়ি নেই। বৃক্ষ ছাড়া প্রাণের অস্তিত্ব চিন্তাই করা যায় না। বৃক্ষ বিশেষ করে ফলদ বৃক্ষের উপকারিতা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কৃষি মন্ত্রণালয় প্রতি বছর আষাঢ়ের প্রথমপক্ষকে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ হিসেবে পালন করে আসছে। এ পক্ষ পালনের মাধ্যমে দেশের মানুষকে বৃক্ষ রোপণের গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয় এবং সেসঙ্গে দেশের বিভিন্ন ধরনের প্রচলিত ও অপ্রচলিত ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও কৃষিকথার বিশেষ সংখ্যাসহ পোস্টার, লিফলেট, বুকলেট, জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে র‌্যালি ও সেমিনার। ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি মন্ত্রণালয়ের প্রচেষ্টার সঙ্গে শরিক হয়ে ‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’-এ স্লোগানকে সার্থক করতে সবাই অবদান রাখুন এটাই আমাদের কামনা।
 
প্রিয় লেখক, পাঠক, গ্রাহক ও শুভানুধ্যায়ী ভাই ও বোনেরা, আপনারা জানেন কৃষিকথা এবার ৭৫তম বছরে পদার্পণ করল। দীর্ঘ পথ পরিক্রমায় কৃষিকথা আমাদের কৃষি ও কৃষকের উন্নয়নে যে অবদান রেখেছে তা অতুলনীয়। তাই কৃষিকথার ৭৫তম বছরে পদার্পণ উপলক্ষে আবারও জানাই স্বাগতম।  কৃষিকথার চলতি সংখ্যায় ফলদ বৃক্ষ সম্পর্কিত বিশেষ লেখা দিয়ে যারা সংখ্যাটিকে মানসম্পন্ন ও সময়োপযোগী করতে সহযোগিতা করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন।