Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (আশ্বিন-১৪২২)

হ্যামিলনের বংশীবাদক
মুনশী আবদুল মোমেন*

হ্যামিলনের বংশীবাদক
কোথায় আছো ঘুমি?
একবার এসে দেখা কর
বাংলাদেশে তুমি।

আর কত সইব বন্ধু
সব হইল শেষ,
এবার ইঁদুর কুরে খাবে
আমাদের এই বাংলাদেশ।

কাটে কত কাগজপত্র
মহামূল্য অতি,
শাল কম্বল লেপ তোষক
কেটে করে ক্ষতি।

নষ্ট করে চারা গাছ
ক্ষেতের ফসল যত
কাঁচা পাকা ফল ফুল
কাটে অবিরত।

যত মারি তত বাড়ে
কমতি নাই তার
কাটে যত জিনিসপত্র
সব করে উজাড়।

তড়িতের তার কেটে
করে অনাসৃষ্টি
এত কিছুর প্রতি আজ
রাখব কত দৃষ্টি।

ঝুট জালিয়াতি নয় বন্ধু
টাকা দেবে সরকার
হ্যামিলনের বংশীবাদক
এসো তুমি একবার॥

 

       ইঁদুর
মো. দুলা মিঞা**

রোডেনসিয়া বর্গ তাদের মিউরিডি পরিবার,
ছেদনদন্ত আছে ওদের, এই পরিচয় ইঁদুরের।
স্বভাব তাদের কাটাকাটি, মলত্যাগ বারবার,
রাত্রিবেলা আড়াল পথে নিরাপদে চলবার।
আসবাবপত্র, কাপড়চোপড়, নালায়, চালায়
টাকা, বই, দলিলেও দন্ত চালায়।

কাটে বাঁধ, ভিত আর ক্যাবল শুধু নয়
নালা কেটে করে তারা সেচের অপচয়।
ঘরে কাটে, মাঠে কাটে, গাছে কাটে ভাই
ফল আর ফসল শুধু নয়, সবই কাটা চাই।
কেটে করে সর্বনাশ অর্থ, সম্পদ, ফসলের
মল তাদের কারণ হয় পরিবেশ দূষণের।

রোগ বিস্তার করে এন্তার, কপাল ভাঙ্গে কৃষকের
আরামের ঘুম হারাম করে সর্বস্তরের মানুষের।
ঘরের ইঁদুর, গাছের ইঁদুর, মাঠের ইঁদুর ভাই
সবাই মোদের জ্ঞাত শত্রু, কাউকে খাতির নাই।
ইঁদুরকুলের চিরশত্রু মোদের বন্ধু ভাই
সাপ, গুঁইসাপ,শেয়াল, বেজি, পেঁচককে বাঁচাই।

বিড়াল পুষে, ফাঁদ পেতে ইঁদুর মারায় নেই লাজ,
ইঁদুরনাশক ব্যবহারে ইঁদুর মারা সহজ কাজ।
হ্যামিলনের বংশীবাদক ইঁদুরের এখন নয় জম,
দামালদের লাঠির আঘাতেই ইঁদুর বেটারা হয় খতম।
ইঁদুর করে অপচয়, হয় রোগের কারণ
সবে মিলে চল ভাই, করি ইঁদুর নিধন॥

 

* গ্রাম-লক্ষ্মীপদুয়া, ডাকঘর-মাহিনী বাজার, মাধ্যম-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা,

** উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, মোহনগঞ্জ, নেত্রকোনা