Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সম্পাদকীয় মাঘ-১৪২১

MAGH KRISHI -1421
মাঘ মাস। ইংরেজি মাস হিসেবে জানুয়ারি ও বছরের শুরু। প্রাকৃতিক পরিবেশ হিসেবে প্রচণ্ড শীতের মাস। তবে এ বছর পৌষ মাসেও দেশের উত্তরাঞ্চলসহ অনেক অঞ্চলে প্রচণ্ড শীতের প্রকোপ দেখা দিয়েছে। শীতে বাণিজ্যিক খামার কিংবা গৃহস্থের হাঁস-মুরগি, গবাদিপশু এমনকি মাঠের ফসলের বাড়-বাড়তিতে বিঘ্ন ঘটে। এ ছাড়া বোরো বীজতলার চারা শীতে মারা যায়। শীতের কারণে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের দারুণ অসুবিধা হয়। এসব প্রতিকূলতা মোকাবেলা করেই আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। ঋতুবৈচিত্র্যের প্রতিকূল প্রভাব এবং জলবায়ু ও আবহাওয়াগত পরিবর্তনের ফলে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় বিভিন্ন ফসলের সময়োপযোগী জাত ও তার উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন যেমন প্রয়োজন তেমনি মাঠপর্যায়ে সেসব প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। কৃষি তথ্য সার্ভিসসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারিত কৃষিবিষয়ক তথ্য ও প্রযুক্তি অনুসরণ করে কৃষি উন্নয়নে অবদান রাখা আমাদের সবার একান্ত কর্তব্য।
 
সুপ্রিয় চাষি ভাইয়েরা, এ সময় বোরোসহ বিভিন্ন শীতকালীন ফসলের রোপণ, বপন ও পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদের যত্ন-পরিচর্যাও সমানতালে করতে হয়। কারণ, যে কোন কাজে সাফল্য লাভ করতে পরিশ্রমের বিকল্প নেই। তবে এ পরিচর্যা হতে হবে সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে। ইদানীং কৃষিতে হাইব্রিড জাতের প্রচলন হয়েছে। এ সব জাত ব্যবহার করে সঠিকভাবে যতœ-পরিচর্যা করতে পারলে আশানুরূপ ফলন পাওয়া যায়। বোরো মৌসুমের উপযোগী ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতগুলো ব্যবহার করলে ধানের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই। ধানের পাশাপাশি  হাইব্রিড ভুট্টার চাষ করেও অধিক ফলন পাওয়া যায়। এতে পোল্ট্রি ফিডের চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সহজতর হবে। দানাজাতীয় ফসলের সঙ্গে তালমিলিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি, ডাল ও তেলজাতীয় ফসলের চাষাবাদ অব্যাহত রাখতে হবে। কারণ, খাদ্যপুষ্টির ক্ষেত্রে শাকসবজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় আলুর আগাম ধসা কিংবা নাবি ধসা রোগ দেখা দিতে পারে। এ রোগে আক্রমণের ফলে আলুর ফলন ও গুণগতমান অনেক কমে যায়। তাই এ রোগ থেকে আলু ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সজাগ থাকতে হবে।
 
শীতের জড়তা কাটিয়ে গ্রীষ্মের আবাহন সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, শান্তি ও প্রগতি এ কামনায় সবাইকে শুভেচ্ছা।