Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

রোগ ও বালাই

রোগ ও বালাই
কে এম বদরুল হক শাহীন
ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড আর ফাঙ্গাস
এই চার জীবাণুর সাথেই মোদের বসবাস।
কেউবা পাতায়, কেউবা গোড়ায়
কখনো কা-ে, কখনো শীষে
প্রতিনিয়ত বাসা বাঁধে।
কেউবা পাতা হলুদ করে কেউবা গোড়ায় গিটঁ বাঁধে
কেহ পাতা ঝলসে দেয়
কেহ পাতা কেটে দেয়।
মাজরা, পামরী, লেদাপোকা
ফসলের প্রধান শত্রু তারা।
ডিগ মরা, সাদাপাতা, গুচ্ছপাতা
প্রকাশ পায় লক্ষণ দ্বারা।
ইঁদুর বড়ই ক্ষতিকর প্রাণী,
মাঠের শস্য করে হানি।  
বিষটোপ, গ্যাস ট্যাবলেট আর কেঁচিকল,
এদিয়ে আমরা বাঁচাই ফসল।
চাষিদের মাঝে সচেতন যারা
ফসল ঘরে তোলে তাঁরা।
যারা করে অবহেলা
নিত্য অভাব দেয় ধরা।
নষ্ট হলে সর্বনাশ
দুঃখ রবে বারোমাস।
লেখক : উপপরিচালক (এলআর), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। মোবাইল : ০১৭১১৫৮৩৩১০।