Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৮ (ভাদ্র)

১৫ আগস্টের গীতিকবিতা
কৃষিবিদ ড. কাজী আফজাল হোসেন

১।
সূর্যটা হলো রক্তাক্ত
গুলিতে নিহত হলো ভোর
দিনের বৃন্ত থেকে পাপড়ি
ঝরে পড়ে ধুলায় ধূসর

চিৎকার করে ওঠে শ্রাবণ আকাশ
পবিত্র পলিতে অশ্রুবিলাপ
না ফোটা ভোরের আলো ঘোর সন্ধ্যা
নামায় যেন বিধাতার অভিশাপ
না চেনে অর্বাচীন সোনার মোহর

মুখ থুবড়ে পড়ে উদয়ের পথ
ধসে পড়ে বিশ্বাস আর হিমালয়
আযান, ওজুর পানি, কান্না মিশে
ঘুমভাঙ্গা পাখিদেরও শেষ ঘুম পায়
পদ্মা যমুনা বহে শোকের পাথর

ছিটকে পড়ে থাকা ভারি চশমায়
প্রতিফলিত হলো প্রশ্নবাণ
 স্নেহের ছায়ায় বসে কাঠুরিয়া
বৃক্ষবিনাশী এই দেয় প্রতিদান?
সিঁড়িতে আছড়ে পড়ে হাজার বছর

২।
কোন কফিনে কান্ধে নিয়া
কোন সাবানে গোসল দিয়া
কোন কাপড়ে সাজাইয়া
বিদায় দিলা তাঁরে
আমি কেন কোনো কিছুই
তাহার হইলাম না রে

কোন বনের কোন বৃক্ষ চিরে
বানানো তাঁর কফিনটিরে
আমি কেন সেই বাহনের
কাষ্ঠ হইলাম না রে।।

৫৭০ সাবান মেখে
নাওয়াইলা কওনা কে কে
আমি কেন সেই রকমের
সাবান হইলাম না রে।।

দানের মার্কিন কাপড়ে
জড়াইয়া রাখলা কবরে
আমি কেন সেই বাদামি
কাপড় হইলাম না রে ॥

কৃষির নতুন আপদ : স্পাইরালিং হোয়াইট ফ্লাই
ড. মোঃ আলতাফ হোসেন
আমেরিকার ফ্লোরিডা থেকে এসেছে নতুন এক পোকা
সাদা পোকার কালো লক্ষণ কৃষককে বানাচ্ছে বোকা।
শুভ্র রংয়ের মাছি পোকা নাম তার- ‘স্পাইরালিং হোয়াইট ফ্লাই’
এই পোকাটির বিস্তারিত এখন তুলে ধরতে চাই।
অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিস্তৃত হয়েছে আফ্রিকার অনেক দেশে
আমেরিকার ফ্লোরিডা থেকে ভারত হয়ে এসেছে বাংলাদেশে।
পৃথিবীতে শতাধিক পোষক উদ্ভিদ আক্রান্ত হয়েছে এদের দ্বারা
এদেশে বেশি আক্রান্ত হয়েছে নারিকেল, শরিফা, কলা ও পেয়ারা।
স্ত্রীপোকা পাতার নীচের পৃষ্ঠে ডিম পাড়ে- ‘সর্পিলাকারে’
ডিম ফুটে নিম্ফ বের হয়ে পাতার শিরায় রস খাওয়া শুরু করে।
আক্রমণের শুরুতে সর্পিলাকারে ডিম পাড়ার দৃশ্য চোখে খুব পড়ে
দৃশ্যমান হয় সেটা পাতার নিচের পৃষ্ঠে এবং সবজি ও ফলের উপরে।
নিম্ফ ও পূর্ণপোকা রস খেয়ে ত্যাগ করে মধুরস- আঠালো
যার উপর শুটি মোল্ড ছত্রাক জন্মাতে পারে বেশ ভালো।
পাতার উপরে শুটি মোল্ড এর কারণে পাতা দেখায় কালো
খাদ্য তৈরির জন্য পাতায় ঢুকতে পারে না প্রয়োজনীয় আলো।
ক্রমাগত রস চুষে খায় আর পাতার নিচে নিজেকে রাখে লুকিয়ে
সরাসরি আক্রমণ এবং শুটি মোল্ডের কারণে পাতা যায় মরে শুকিয়ে।
আক্রান্ত পাতা শুকিয়ে গিয়ে গাছ হয়ে পড়ে দুর্বল
দিতে পারে না তারা কাক্সিক্ষত মাত্রায় ফুল ও ফল।
কম বৃষ্টিপাত, আর্দ্রতা ও উচ্চতাপমাত্রায় আক্রমণ যায় বেড়ে
ঠাণ্ডা ও বৃষ্টিবহুল আবহাওয়ায় বংশবৃদ্ধির গতি হয়ে যায় ধীরে।
এদের আক্রমণে নারিকেল চাষ আজ হুমকীর সম্মুখীন
আক্রান্ত পাতা মরে শুকিয়ে গিয়ে অবস্থা হচ্ছে সঙ্গিন।
ব্যবস্থাপনা করা যায় এদের- বিভিন্ন পদ্ধতি মেনে
কিভাবে কি করা যায় সেটা, এখন যান জেনে।
উদ্ভিজ তেল ও সাবান পানি দিয়ে করতে হবে স্প্রে
রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন সঠিক নিয়ম জেনে।
সজোরে পানি স্প্রে করেও করা যায় এদের নিয়ন্ত্রণ
পরজীবী ও পরভোজী বন্ধু পোকাদের দ্বারা স্থায়ী হয় দমন।
কোনো একক পদ্ধতি ব্যবহারে সুফল তেমন পাওয়া যাবে না
সমন্বিতভাবে করতে হবে এদের দমন ব্যবস্থাপনা। য়

উপপরিচালক (এলআর), ডিএই, খামারবাড়ি, ঢাকা। মোবাইল : ০১৭১৫০৫০৯৬৬, ই- মেইল :quazi.afzal.bd.kobi@gmail.com, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, ডাল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। মোবাইল : ০১৭২৫-০৩৪৫৯৫ , ই-মেইল: hossain.draltaf@gmail.com