Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (বৈশাখ- ১৪২৮)

আখের রোগ : শিকড় গিঁট

ড. মোঃ ইকবাল
বাংলাদেশে আখ একটি অন্যতম প্রধান শিল্প জাতীয় ফসল
ইহা একটি চিনি জাতীয় ফসল যা থেকে সাদা চিনি ও গুড় হয় উৎপাদন
অ্যালকোহল এবং কাগজও ইহা হতে উৎপাদন হয় বাংলাদেশে
যা থেকে ০.২ মিলিয়ন টন চিনি ও ০.৩ মিলিয়ন টন গুড় পাওয়া যায় বছর শেষে
আখের উৎপাদন কম হওয়ার পেছনে আছে অনেক কারণ
যার মধ্যে বিভিন্ন রোগ বালাই করে ক্ষতি সাধন।
আখের রোগ বালাই এর মাঝে শিকড় গিঁট অন্যতম
যার জন্য দরকার এর প্রয়োজনীয় প্রতিকার সারধন।
আখেরও কৃমি রোগ হয়, জানিও সবাই
তাই তার প্রতিকারও ঠিক জানা চাই।
তার মাঝে একটি হলো শিকড় গিঁট,
যার মাঝে বাস করে এক ধরনের কীট।
গাছ হয় খর্বাকৃতি, পারে না বাড়িতে
ফলনও কমে যায় অনেকটা তাতে।
এলাকা ভেদে এর প্রকোপ কম বেশি হয়,
বালু জাতীয় মাটিতে এর বিস্তার বেশি হয়।
সারা পৃথিবীব্যাপী এই রোগ বেশি দেখা যায়,
আখ ছাড়া অন্য ফসলেও এই রোগ হয়।
সারা বছরে এই রোগের আক্রমণ হয়,
এই রোগ বেশি হয় সাধারণত কর্তন সময়।
আখের মিলজোনে এই রোগের আক্রমণ বেশি,
আখের কৃমি রোগের মাঝে এই রোগ ক্ষতিকারকও বেশি।
প্রতিকারে প্রতি হেক্টর জমিতে ৪০ টন প্রেসমাড দিন,
অথবা হেক্টরে ৩০ টন আখের ছোবড়া দিন।
বিস্তারিত জানতে হলে আমাদের গবেষণা প্রতিষ্ঠানে আসুন,
আখের ফলন বৃদ্ধিতে সবিশেষ অবদান রাখুন।

বৈশাখী উপহার
মো: জুন্নুন আলী প্রামানিক
বৈশাখ আসে বৈশাখ যায় নববর্ষের প্রথম মাস,
শ্যামল হাসি প্রকৃতি মাঝে রূপবৈচিত্র্যে ফসল চাষ।
পল্লীর বৃক্ষ পল্লবে ভরে ফলফলাদি গাছের শাখে,
নতুন চিন্তাভাবনা নিয়ে কৃষকগণ প্রস্তুত থাকে।
বোরোর পাকা ধানের ক্ষেতে আনন্দঘন শুভেচ্ছা বাণী,
বৈশাখী বায়ু প্রেরণা দেয় আশীর্বাদের মঙ্গল ধ্বনী।
বাড়ন্ত ফলে হলুদ আভা পরিপক্বতা মধুর স্বাদে,
রঙিন পাখি গাছের ডালে তীব্রতাপের বৈশাখী রোদে।
প্রকৃতি রাঙ্গা আলোয় হাসে প্রখরতার ভয়াল তেজে,  
গাছের ছায়া পরম বন্ধু শীতলতার মায়ায় সাজে।
হঠাৎ করে আকাশ ভরা মুষলধারে ঝড়ের খেলা,
মেঘের দৌড়ে বিরতি নাই শিলাবৃষ্টির ক্ষতির পালা।
বৈশাখে মেলা বৈশাখে খেলা প্রাণচঞ্চল শোভার মাঝে,
আনন্দে ভরে চাষির মন সারাদিবস মাঠের মাঝে।
ক্ষেতের শস্য সবজি ফল কর্মমুখর চাষির হাতে,
ভাবনা কাটে প্রচুর পেয়ে আশা ভরসা সহায় দিতে।
পুরনো সব দুঃখব্যথা বৈশাখী জলে বিধৌত হয়।
চলার পথ কলুষ শূন্য নবউদ্যমে কৃষির জয়।
নতুন ফল নতুন ধান শাকসবজি নতুন সব,
বিশ্রাম নেই পাখির কণ্ঠে চব্বিশ ঘণ্টা সুরের রব।
অনেক কিছু বৈশাখ দেয় উপহারের ভাÐার খুলে,
সকাল সন্ধ্যা আনন্দ গীতি দুঃখদৈন্য অজান্তে ভুলে।
বৈশাখ স্বপ্ন বৈশাখ রতœ সুফলনের ঐতিহ্য পথে,
সাজিয়ে এসে কাঁদিয়ে যায় পুষ্পপল্লব ছড়িয়ে দিতে।
সম্মুখপানে সকল মাসে জমজমাট ফসল তাই,
কল্যাণ সব ছড়িয়ে আছে কোনক্রমেই বিরাম নাই।

১সাবেক পরিচালক, বিএসআরআই, শান্তনীড়, ফ্ল্যাট নং-২০৩, বাসা নং-১৩/১৪, রোড নং-২, মনসুরাবাদ, আদাবর, ঢাকা, মোবাইল : ০১৯৩৫৭১৯৯১৭। ২গ্রাম : বিদ্যাবাগীশ, ডাকঘর ও উপজেলা : ফুলবাড়ী, জেলা : কুড়িগ্রাম, মোবাইল : ০১৭৩৫২০২৭৯৮