Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

বঙ্গবন্ধু ও তাঁর বাংলাদেশ (কবিতা)

ড. খান মোঃ মনিরুজ্জামান

বিশ্বে বঙ্গবন্ধুর সমুন্নত আসন,
জাতিসংঘে জাতির পিতার বাংলায় ভাষণ।
বিশ্ব দরবারে মোদের সম্মান,
বঙ্গবন্ধুর বাংলাদেশ সবার হৃদয়ে সুমহান।

হায়েনার গুলিতে পিতার হৃদয়,
ইতিহাস এ নিষ্ঠুর বর্রতার ঘৃণ্য কথা কয়।
বত্রিশ কাঁদে, কাঁদে বাংলাদেশ,
বাঙালি হৃদয়ে চিরভাস্বর বঙ্গবন্ধুর বেশ।

বাঙালির অস্তিত্বে বঙ্গবন্ধু ভাব,
সন্তানের অস্থি-মজ্জায় তার পিতৃ স্বভাব।
বাঙালি তাঁর পরানের পরান,
গাহি মোরা সবে এমন দরদীর জয়গান।

মরিয়া অমর যাঁরা বিশ্ব চরাচরে,
ধুলি ধরায় হীরাজ্ঞানে বাঙালি হৃদয়ে ধরে।
মোদের বঙ্গবন্ধু এমনি একজন,
তুলনা হয় না তাঁর খুঁজে ফিরে জনম জনম।

নিষ্ঠুরতা তাঁরে ভুলাতে পারে নাই,
বাঙালি হৃদয়ে তাঁর নিগূঢ় ভালবাসার ঠাঁই।
বঙ্গবন্ধুকে ভুলানোর বৃথা চেষ্টা,
তাঁর প্রতি বেড়েছে বাঙালির আরও তেষ্টা।

ইতিহাস বিকৃতির দোসর যাঁরা,
ইতিহাসের পচা ভাগাড়ে নিক্ষেপিত তারা।
সত্যি কি আর লুকানো যায়?
ইতিহাস কালের সাক্ষী বিশ্ব পাঠশালায়।

অপশক্তির সব মিথ্যার প্রলাপ,
ইতিহাসে সময়ের প্রেক্ষিতে তাদের অভিশাপ।
সত্য রুধিতে পারে না কোনকিছু,
মিথ্যা চলে কেবল ধূর্ত মিথ্যুকের পিছু পিছু।
সাগরের মত উদার হৃদয় যাঁর,
মানুষ বধে না তাঁরে, বধে বিচ্ছু কুলাঙ্গার।
হত্যা করা যায় কি বঙ্গবন্ধুরে?
সেতো আছে বাঙালির পুরাহৃদয় মন ভরে।

পঁচাত্তর পর বঙ্গবন্ধুর নির্বাসন,
ফুল ফসলে খালে বিলে তাঁর রচনা বিরচন।
নবজাতকেরে আলো-জলে কয়,
মুজিবের এদেশে বঙ্গবন্ধু তোমার পরিচয়।

নির্বাসনে দিয়ে কি লাভ তব বল?
তাঁর দেশে তাঁরে নকল করেই তো তুমি চল।
এ দেশে তোমার কোন ইতিহাস নাই,
বঙ্গবন্ধুর মাঝে তো আমি তোমারে খুঁজে পাই।

কাজেই চাতুরী বন্ধ কর বেঈমান,
চ‚ড়ান্ত বিজয়ে হেরে যায় পাপিষ্ঠ শয়তান।
দেশে বঙ্গবন্ধুর সৃষ্ট সংবিধান,
বঙ্গবন্ধুর দেশে বঙ্গবন্ধু তো শিখা অনির্বাণ।

বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের জ্যেষ্ঠ কন্যা।
পিতার আদর্শের ধারক ও বাহক,
পিতা যে তাঁর মহাকালের নায়কের নায়ক।

আধুনিক বাংলাদেশের রূপকার,
জাতির অহংকার তাঁর কন্যা শেখ হাসিনার।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ,
এমন দিনের স্বপ্নে মোর বঙ্গবন্ধু মহীয়ান।

একচল্লিশে উন্নত বিশ্বের মিশন,
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ভিশন।
বঙ্গবন্ধুকে অনুসরণ অনুকরণ,
তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়া কার্যকরণ। য়

জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, ঝিনাইদহ। মোবাইলনং- ০১৭১২-৮২২৭৪৯, ই- মেইল : dr.md.monir7@gmail.com