Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (ভাদ্র ১৪২৭)

অক্ষয় শোণিতের গান
কৃষিবিদ হামিদুর রহমান১

শুনেছি সে কথা লেখা আছে ইতিহাসে
আমার সোনার দেশ করেছে লুণ্ঠন
ইংরেজ, পাঞ্জাবী, বর্গী যত দুশমন
বণিক, শাসক, দস্যু নানা ছদ্মবেশে।

এদেশের মাটি ও মানুষ ভালবেসে
বিসর্জিত হলো কত প্রাণ অগমন
নিজেকে উজাড় করে স্বাধীনতা ধন
বাঙালি জাতিকে তুমি দিয়ে গেলে হেসে।

আজও শুনি আমার দুখিনী স্বদেশে
তোমারই সে অক্ষয় শোণিতের গান,
মুক্তির আলোয় দীপ্ত মুজিব মহান
পুজ্য রবে দেশে দেশে প্রীতির সুবাসে
নিপীড়িত মানুষের সংকল্প নিবাসে
তোমারই সে মূর্তিখানি রবে অম্লান।

বঙ্গবন্ধুর অবদান
ড. সমজিৎ পাল২


বঙ্গবন্ধু মুজিব ছিলেন জনগণের নেতা
স্বল্পকালেই প্রমাণটা তার করেছিলেন সে তা।
প্রশাসনিক পুনর্গঠন, সংবিধানটি সৃষ্টি
যোগাযোগের উন্নয়ন আর পুনর্বাসন দৃষ্টি।
প্রাথমিকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দান
মাধ্যমিকে নামমাত্র মূল্যে বাড়ায় মান।
মদ, জুয়া, ঘোড় দৌড় যত অনৈসলামিক কর্ম
বন্ধ করে মাদ্রাসা বোর্ড আনেন শিক্ষা-ধর্ম।
ইসলামিক ফাউন্ডেশন সেটাও তাঁরই গড়া
চল্লিশ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করা,
এগার হাজার প্রাইমারি স্কুল নতুন করে গড়েন
মুক্তিযোদ্ধাদের জন্য ‘কল্যাণ ট্রাস্ট’ করেন।
নারী পুনর্বাসন সংস্থা তাঁরই অবদান
কৃষি উপকরণ করেন বিনামূল্যে দান।
পঁচিশ বিঘা কৃষি জমির খাজনা করেন মাফ
পরিত্যক্ত ব্যাংক-বীমাতে বাড়ান কাজের চাপ।
পাঁচশ আশি শিল্প ইউনিট জাতীয়করণ করেন
লক্ষ শ্রমিক-কর্মচারীর কাজের সুযোগ গড়েন।
ঘোড়াশাল ও আশুগঞ্জের শিল্প গড়ে তাতে
অর্থনৈতিক উন্নয়নে দেশটা তখন মাতে।
স্বল্পকালেই অধিক দেশের স্বীকৃতি যায় পাওয়া
সোনার বাংলা গড়ার লক্ষ্যে অনেক দূরে যাওয়া।
এই সবই হয় স্বাধীনতার পরের বছর জুড়ে
ঐ গতিতে চললে এদেশ যেত অনেক দূরে।
তাঁর সে গতি থামিয়ে দেয় দালাল ছিল যারা
মুজিবসহ খুন করেছে বাংলাদেশকে তারা।
কালের বিবর্তনে আবার তারাই হলো শেষ
শেখ মুজিবের আদর্শে ফের উঠলো জেগে দেশ।
পিতার নীতি মানব-প্রীতি মেয়ের হাতে ফেরা
উন্নয়নে দেশটা হলো সকল দেশের সেরা।
তাইতো তাঁকে সালাম জানাই দেশ এনেছেন যিনি
বাঙালিরা চিরকালেই থাকবে তাতে ঋণী।


১সম্মানিত সদস্য, এপিএ পুল, কৃষি মন্ত্রণালয়, সাবেক মহাপরিচালক, ডিএই, মোবাইল : ০১৭১১৮০৩৬৯৫, ই-মেইল : hamidur2152@gmail.com
 ২পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা, মোবাইল : ০১৭১২০২১১৪০, ই-মেইল :samajitpal@gmail.com