Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (১৪২৭)

বঙ্গবন্ধু : তোমার স্বপ্নের সোনার বাংলা

 আবু হেনা  ইকবাল আহমেদ
ক]  বাংলার নরম  পলল ভ‚মির রঙ
তোমার শরীরে   মিলেমিশে একাকার
বিশাল নদীর     বহমান স্রোত এবং
সুউচ্চ পাহাড়ে   গড়া রক্ত মাংস হাড়।

টেকনাফ থেকে  উত্তরের তেঁতুলিয়া
তোমার কথায়   জন্ম দেয় অগ্নিগিরি
ফুটন্ত হৃদয়ে     ফুঁসে দুরন্ত দরিয়া
শেষতক রচে   স্বদেশে ওঠার সিঁড়ি।

তোমার স্বপ্নের   সোনার বাংলার কৃষক
কানপেতে শুনে প্রাণখোলা কণ্ঠস্বর
ঘাটতির দেশ    করে তোলে স্বনির্ভর।

তুমি বলেছিলে   দেশটাকে ভালোবাসি
আমাদের কাঁধে  আজ সে দেশ গড়ার
যে স্বপ্ন লালিত   বুকে আজন্ম তোমার ।

খ] সোনার বাংলায়   কৃষান স্বীয় প্রান্তরে
পরম আদরে      বুনে শস্যে কারুকাজ
তার মাঝে তুমি   জাগাও মুখের ভাঁজ
দুরন্ত বাতাসে     দোল খাও প্রাণভরে।

নীলাকাশ ছুঁয়ে    বয়ে চলা নদী জলে
সারি সারি নাও   ঢেউ তুলে নেচে যায়
মেঘ রোদ জোৎস্না সেই সাথে দোল খায়
যার ব্যথা দেখে   চোখ করো ছলছলে।
    
বাংলার উর্বরা     সোঁদামাটি  বনস্থলে
পাহাড়ি ঝর্ণার    মোহনীয় কলতানে
আউল বাউল     পাখিদের গানে গানে
জারুল পলাশে   ভাসমান মেঘদলে-
তোমার স্বপ্নের   বাংলাদেশে দেখা দাও
ওতে প্রেরণার   মন্ত্র পাই আমরাও।


পাটে বাংলাদেশ

ড. খান মো: মনিরুজ্জামান

সোনালি আঁশের দেশ আমাদের বাংলাদেশ,
চাষির স্বপ্নধরার জাদু পাট পরিপাট অশেষ।
আমাদের ভ‚স্বর্গে মাটি চিরে ফলে সোনাপাট,
বাংলার চাষি মুখে হাসি দেশ প্রেমিক বিরাট।
সোনালি আঁশের সোনারঙে চাষির হাসাহাসি,
পাটগুণে পরিপাট বিরাট এ ভালোবাসাবাসি।
স্বপ্ন সুখের উল্লাসে পাট বিলাসী জীবন সুখ,
এই আঁশের গর্বেই ভরে ওঠে আমাদের বুক।

রঙতুলির স্বপ্নাচোড়ে সোনালি আঁশের স্বপন,
জীবনের পরতে বসন্ত শরতে বাসনা গোপন।
এই ঐতিহ্য পাটে একদিন মোদের চলা বলা,
পাট আমাদের বিজ্ঞান, আমাদের শিল্প কলা।
এই সোনা আঁশে বিভোর মোদের জীবন সার,
আমরা বাঙালি, সোনাপাট মোদের অহংকার।
সোনালি আঁশে মিশে সংসারের মিতালী মঞ্চে,
জীবন সোহাগী সরোজ সরোবর ফুল মালঞ্চে।

বিশ^ পাট দিবসে পাটপ্রিয় সবার অঙ্গিকার,
বাড়াতে হবে পাটের দেশি ও বিদেশি বাজার।
পাট শিল্পকলার বহুমুখী চয়নে সিদ্ধ মঞ্চায়ন,
বিকল্পের বিকল্প সৃজনে করবো মনোনিবেশন।
¯িœগ্ধ স্বচ্ছ সকাল অংকে ফিরে পাট পরিমল,
শোভা সুন্দরে মুজিব বর্ষে ফুটে উঠুক শতদল।
সোনালী আঁশের সোনা রঙের হোক ছড়াছড়ি,
সেদিন শুধব ঋণ করে পাট পণ্যের গড়াগড়ি।

এক পশলা বৃষ্টি তারপর এক টুকরো রোদ্দুর,
পাটখ্যাত তাই ঢাকা, মোমেনশাহী, ফরিদপুর।
রোঁমা রোলা জ্ঞানে শিয়ালের বিয়ের পরিবেশ,
পাট উৎপাদনে সবিশেষ মোদের বাংলাদেশ।
স্বর্ণসূত্রের সোনালি যুগের নতুনত্ব সৃষ্টি জ্ঞানে,
পাটের জীনম রহস্যেই জীবনের নিগূঢ় মানে।
যুগের বিশ্বায়নে বাংলাদেশের পাট পারিজাত,
পাটে বাঙালি, বাঙালির পাটে বিশ্ব বাজিমাত।


১কৃষিবিদ পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি মন্ত্রণালয়। মোবা : ০১৬১৪৪৪৬১১১, ই- মেইল  : ahiqbal.ahmed@yahoo.com ঠিকানা: কলমিলতা # ৪, এলেনবাড়ি গভ. অফিসারর্স কোয়ার্টার্স, তেজগাঁ, ঢাকা-১২১৫। ২জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, ঝিনাইদহ, মোবা: ০১৭১২৮২২৭৪৯