Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

বঙ্গবন্ধু (কবিতা ভাদ্র ১৪২৬)

কৃষিবিদ আহমেদ হাছিব মোল্লা১

হে বঙ্গবন্ধু
তুমি বীজ পুরুষ ধানের কবিতা তুমি
তুমি ফসলের মাঠে কৃষকের হাসি
কৃষি কাব্যে স্বর্ণালী অক্ষর তুমি
তোমার সারা গায়ে ফসলের সমারোহ

হে বঙ্গবন্ধু
তুমি স্বাধীনতার মহাকবি
তুমি বিশে^র এক মহান নেতা
তুমি বাঙালির জাতির পিতা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি

হে বঙ্গবন্ধু
তুমি প্রশস্য কৃষির প্রবাদ পুরুষ তুমি
তোমার সুষম ঘামে সিক্ত ফসলের মাঠ
উর্বর মাঠ জুড়ে সোনালি ফসল তুমি
তোমার সুঘ্রাণে উদ্ভাসিত চাষি সকল

হে বঙ্গবন্ধু
তুমি রাজনীতির মাঠে ত্রিকালদর্শী এক নেতা
তুমি বঙ্গশার্দূল লোকপ্রিয়তায় শীর্ষ তুমি
খাঁটি দো-আঁশ মাটির খাঁটি বাঙালি তুমি
তুমি লড়াকু মুক্তির দিশারী তুমি

হে বঙ্গবন্ধু
তুমি কৃষি ও কৃষকের অহংকার
প্রগাঢ় এক সবুজ ভূ-খ- তুমি
তেরশত নদী তোমার শরীরে প্রবাহিত
দ্বৈমাতৃক ধানের মাঠে তুমি স্বর্ণ শীষ

হে বঙ্গবন্ধু
তুমি বপ্তা পুরুষ ফসলের রংধনু তুমি
শস্যের শুভ্র ন¤্র প্রণতা ফুল তুমি
ধন ধান্যে ধন্য পুরুষ তুমি
কৃষি ও কৃষকের সহজাত এক বন্ধু তুমি

হে বঙ্গবন্ধু
তুমি মহীরুহ তুমি মহানায়ক
তুমি মানুষের বন্ধু তুমি বঙ্গবন্ধু
তুমি কোটি মানুষের উচ্চারিত শব্দ নাম
তুমিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হে বঙ্গবন্ধু
তুমি হিমালয় তুমি বঙ্গোপসাগর
তুমি অমৃতায়মান তুমি মহান
তোমাকে ভালোবাসি গভীরভাবে
তোমাকে ভালোবাসি নিবিড়ভাবে

হে বঙ্গবন্ধু
তুমি অমর তুমি জাগ্রত অনন্ত
তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো
কৃষকের শস্য প্রাসাদে

 

স্বপ্ন পুরুষ শেখ মুজিবুর রহমান
ড. সমজিৎ পাল২


এই বাঙালির স্বপ্নপুরুষ স্বাধীনতার নেতা
যার কারণে বাঙালি হয় পূর্ণ স্বাধীন-চেতা
যার কারণে বাঙালি পায় স্বাধীন দেশের মাটি
যিনি ছিলেন উন্নয়নেও সোনার জিয়নকাঠি
যার কারণে সবুজ হলো পোড়া মাটির দেশ
কৃষক আবার আনলো মাঠে সফল কাজের রেশ
কামার-কুমার, তাঁতি-জেলে উঠলো আবার জেগে
যাত্রা সবার শুরু হলো হৃদয়-মনের বেগে।
যার ডাকে ফের গড়তে এ দেশ সবাই দিলো সাড়া
নিজের হাতে যে লাগালো সোনার দেশে চারা।
শিক্ষা হলো সরকারি আর জমির খাজনা মাফ
কলের শ্রমিক মালিক হলো বাঁচলো ছেড়ে হাঁফ।
বিশ্বসভায় ঠাঁই পেল দেশ বাঙালির গৌরব
যার কারণে আসলো সেদিন উন্নয়নের রব
উন্নয়নের নয়ন যখন উৎপাদনের লক্ষ্য
ঠিক তখনই ছিদ্র হলো বাঙালিদের বক্ষ।
ষড়যন্ত্রের কূটচালেতে খুন হলো সেই নেতা
হত্যা করে চিরতরে যায় না কিছু জেতা।
ইতিহাসের আস্তাকুঁড়েই হত্যাকারীর দল
তাদের যারা সঙ্গী ছিল দেখায় নানান ছল।  
আগস্ট মাসের পনেরো হয় সেই সে শোকের দিন
তার কাছে যে সবার আছে চিরকালের ঋণ।
সেই ঋণেতেই গাছের পাতায় আজও বাতাস বহমান
শ্রদ্ধা জানাই; জাতির পিতা, শেখ মুজিবুর রহমান।

১সাবেক অতিরিক্ত পরিচালক, ডিএই, বরিশাল, মোবাইল ০১৭১১-৪৮৬৫৮৩। ২ পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। মোবাইল : ০১৭১২০২১১৪০, ই-মেইল : samajitpal@gmail.com