Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (পৌষ ১৪২৬)

কীটনাশক প্রয়োগ কৌশল
ড. মোঃ আলতাফ হোসেন১

কীটনাশক নিয়ে আছে অনেক বিতর্ক
এর প্রয়োগ নিয়ে তাই থাকতে হবে সতর্ক।
চিনতে হবে পোকা, জানতে হবে ক্ষতির ধরন
আবার ক্ষতির ব্যাপকতার মাত্রাটাও রাখতে হবে স্মরণ।
করতে হবে সঠিক কীটনাশক নির্বাচন
নইলে পন্ড হয়ে যাবে সময় ও শ্রম।
সঠিক সময়ে, সঠিক মাত্রায় করলে কীটনাশক প্রয়োগ
কার্যকারিতা বৃদ্ধিতে করবে সেটা নতুন মাত্রা যোগ।
ছোট অবস্থায় পোকার কীড়া থাকে বেশ দুর্বল
সে সময়ে কীটনাশক প্রয়োগে দমন হয় সফল।
কীড়া বা নিম্ফ বড় হয়ে গেলে প্রতিরোধী হয়
কীটনাশককে তখন সে ‘ডোন্ট কেয়ার’ কয়।
অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন ভাল মেশিনে
কখনোই ছিটাবেন না কীটনাশক ঝাড়– বা বারুনে।
স্প্রে করবেন মিষ্টি রোদে- সকালে বা বিকেলে
অবশ্যই করবেন না স্প্রে “খাড়া দুপুরে”।
স্প্রে করা যাবে না- বৃষ্টি বা অধিক বাতাসে
কখনোই করবেন না স্প্রে শিশির ভেজা পাতাতে।
মাটিতে গাছের পানি স্বল্পাবস্থায় করবেন না স্প্রে
আবার প্রচুর ফুটন্ত ফুলে স্প্রে দিবেন ভেবে চিন্তে।
স্প্রে করবেন বাতাশের অনুক‚লে, প্রতিক‚লে নয়
প্রতিক‚লে করলে স্প্রে শরীর ও স্বাস্থ্যের ক্ষতি হয়।
নাক, মুখ, চোখ ও শরীর ঢেকে করতে হবে স্প্রে
পুকুর, ডোবা ও নালাতে ব্যবহৃত মেশিন ধুবেন না যে!
কীটনাশক মাত্রই বিষ- মনে রাখবেন ভাই
যথেচ্ছা এর প্রয়োগ থেকে বিরত থাকা চাই।
কীটনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার
আরও সমৃদ্ধ করবে আমাদের খাদ্য ভাণ্ডার।

 

কুমড়ো ফুল

মোঃ মাজেদুল ইসলাম (মিন্টু)২

কুমড়ো ফুল কুমড়ো ফুল,
গাছের ডগায় করে দোদুল।
পুরুষ-স্ত্রী পাশাপাশি,
করছে তারা হাসাহাসি।
স্ত্রী ফুল চিনতে হলে,
ফুলের নিচে চোখটি মেলে।
দেখ, সেথায় আছে কি?
ছোট্ট জালী কুমড়োটি।

কুমড়ো ফুল কুমড়ো ফুল,
ভোর বেলা ফোটে ফুল।
পরাগায়ন হয় সকালে,
নইলে মরে অকালে।
লতায় লতায় ফোটে ফুল,
মৌমাছিরা হয় ব্যাকুল।
মধু খেয়ে নাচ্ছে,
পরাগায়ন তাই হচ্ছে।

কুমড়ো ফুল কুমড়ো ফুল,
রঙ ঢঙে করে আকুল।
হস্ত পরাগায়ন করে দিলে,
অধিক হারে ফলন মিলে।

১প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা, মোবাইল : ০১৭২৫-০৩৪৫৯৫, ২উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, পাবনা সদর,পাবনা। মোবাইল নং:- ০১৭১৭৪৬৬৯৯৮