Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (ফাল্গুন ১৪২৪)

বুদ্ধিমান চাষি
আবদুল হালীম খাঁ*

মওসুম মতো তরুতরকারি যারা চাষ করে
অভাব অনটন থাকে না সেই চাষিদের ঘরে।
সংসারে সব কৃষিকাজে তারাই বুদ্ধিমান
তারাই দেশ ও জাতির জন্য রাখছে অবদান।
ধুলি কাদা মাটির সাথে যাদের লেগে আছে হাত
ক্ষেত খামারে কাজ সদা করছে দিবস-রাত।
তারাই আসল দেশপ্রেমিক তারাই দেশের প্রাণ
সব জিনিসেই লেগে আছে তাদের গায়ের ঘ্রাণ।
বাংলাদেশের মাটি এ যে নয় শুধুই এ মাটি
সবার মুখের অন্ন জোগায় সোনার চেয়ে খাঁটি।
মাঠে ফলে সোনার ফসল-নদী বিলে ঝিলে মাছ
বাড়ি বাড়ি রাস্তাঘাটে কত রকম ফলের গাছ।
ঘরের সামনে উঠোন তার পাশের এক কোনা
ইচ্ছে করলেই ফলানো যায় নানা রকম সোনা।
কয়টা মরিচের চারা লাগালে উঠোনের আঙিনায়
পরিবারের সারা বছরের খাওয়া চলে যায়।
ছাদে কেউ লাউ কুমড়া শিমেরও করে চাষ
যখন-তখন ইচ্ছে মতো খাওয়া যায় কয় মাস।
হাট-বাজারের তরুতরকারি ভালো নয় তত
নিজের হাতের তৈরি জিনিসের স্বাদ মনের মতো।

 

বসন্তের বোরো চারা
 মো. জুন্নুন আলী প্রামাণিক**

বসন্তের মাঘ ফাল্গুনে বোরো রোপার ভিড়।
পাখিগুলো খর কুটায় রচে সুখের নীড়।
কোকিলের কুহু কণ্ঠের তালে নাচন মেলা,
চারাগুলো মাঠে সেবার বলে কাটায় বেলা।
ভূ-গর্ভের পানি প্রচুর উঠে তাদের সাথী,
দিবসের সূর্য রাতের চন্দ্রে থাকে না ভীতি।
অনাহারে থাকা বড়ই কষ্ট চারার কাছে,
নানারূপ সার চাষির যত্ন প্রস্তুত আছে।
মৃত্তিকার অঙ্গে সঞ্চিত খাদ্যে বাড়তে থাকা,
স্নেহময় হাতে আদরে নেড়ে সোহাগ মাখা।
সুন্দরের মাঝে রূপের তেজে বাড়বে লুকে,
কাদাময় মাটি গলিত অঙ্গে চারার সুখে।
সুখ প্রিয় পক্ষিছানার মতো সবুজ পাখা,
প্রতিদিন সেথা শিল্পীর প্রিয় রঙের আঁকা।
শিকড়ের বোঝা জড়িয়ে ধরে মাটির গায়,
উপযুক্ত খাদ্য তরল হলে খাইতে পায়।
সচেতন চাষি সেবার জোরে নজরে রাখে;
ফসলের চারা বাড়ার পালা মাটির ফাঁকে।
মহব্বতগুলো বিস্তৃত হয় চারার মাঝে,
বেগবান দেহে সুযোগ্য চারা ফলন কাজে।
কৃষ্ণচূড়া ফোটে শিমুল হাসে একই লালে,
মৌসুমের গুণে ফুলের তোড়া খাঁদার ডালে।
কৃষকের স্বপ্ন বাস্তব করা প্রচেষ্টা নিয়ে,
চাহিদার পূর্ণ ভাণ্ডার দিতে রয়েছে চেয়ে।
আধুনিক জাতে আগ্রহী চাষি নিমগ্ন অতি,
প্রযুক্তির পূর্ণ প্রয়োগে লাভ এড়িয়ে ক্ষতি।

 

 * গ্রাম+ডাকঘর+উপজেলা : ভূঞাপুর, জেলা: টাঙ্গাইল-১৯৬০, মোবাইল : ০১৯৩৩৬৮৫৯৭৭; গ্রাম: বিদ্যাবাগীশ, ডাকঘর ও উপজেলা : ফুলবাড়ী, জেলা : কুড়িগ্রাম