Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (আশ্বিন ১৪২৪)

ইঁদুরের ক্ষতি নেই কোনো গতি
জাহাঙ্গীর সিফাত মেহেদী আলম*

ইঁদুর হলো চালাক প্রাণী ক্ষতি করে বেশি
কিছু আছে বিদেশী জাত কিছু আছে দেশি
মেরুদণ্ডী প্রাণী এরা বাচ্চা দেয় কত
সময় সুযোগে বাড়ে তারা গুণে হাজার শত
তিন বছর বাঁচে এরা তিন মাসেই গর্ভধারণ
ইঁদুর দমনে অভিযান চালাও কেউ করবে না বারণ
কোটি টাকার ফসল নষ্ট আরো কত কিছু
অসাবধানতার ফল এটা সবই বৃথা মিছু
কালো ইঁদুর গেছো ইঁদুর নেংটি ইঁদুরের জাত
ইুঁদর দমনে আছে যত কৌশল আর খাত
বিশেষজ্ঞগণ বলেন তবে কৌশল আছে রাসায়নিক আর অরাসায়নিক
ক্ষতি থেকে রক্ষা পেতে সচেতন হবো সবাই দৈনিক
সম্মিলিত প্রচেষ্টা আর বুদ্ধি কৌশল দিয়ে
সবাই মিলে মারব ইঁদুর যার যেখানে গিয়ে
ক্লের‌্যাট, স্টর্ম, ল্যানির‌্যাট, ব্রোমাপয়েন্ট, রেকুমিন
জিংক ফসফাইড বিষটোপ কাটুস কুটুসের জম
খাদ্যশস্য গোলাজাতের ক্ষতি করে প্রচুর
১৫ শতাংশ গোলার ফসল নষ্ট করে ধনী কিংবা মজুর
একটি ইঁদুর এক রাতে ২শ’টি গমের কুশি
কেটে সাবাড় করে তারা আনন্দ আহলাদে খুশি
এ কারণে গমের ফলন অনেক যায় কমে
একবার কাটলে ফলন কমে যায় চিন্তা আসে মনে
একটি ইঁদুর এক বছরে ৫০ কেজি শস্য দানা নষ্ট করে
রক্ষা পেতে আমরা সবাই মারব ধরে ধরে
গর্ভকাল ১৯ থেকে ২৩ দিন কি আশ্চার্য কারণ
প্রসবের মাত্র ২ দিনের মধ্যে আবার বাচ্চা ধারণ
স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এরা ২২৭৭ প্রকার জাতি
এর মধ্যে ২০-১৫ আপদ বলে চিহ্নিত আছে জ্ঞাতি
৫ শ’ কোটি টাকার বেশি ক্ষতি করে এক বছর এরা
মাঠের ফসল গোলার ফসল ৭২৪ কোটি টাকা সারা
এশিয়ার ১৮ কোটি মানুষের ১২ মাসের খাদ্য এরা নষ্ট করে ভাই
মাঠ ফসল বাড়িঘর আসবাবপত্র কিছু বাকি নাই
সাজসরঞ্জাম মালপত্র শেষ হলে কেমন করে থাকি
কষ্টের ফসল শেষ হয়ে যায় রইল কি আর বাকি
এমন কোনো দেশ নেই এ পৃথিবীর ইঁদুর নষ্ট না করে
ইঁদুরের ক্ষতিবিহীন সেথা নষ্ট ক্ষতির ভাবনা পরে
ইঁদুর যত ক্ষতি করে সারা বছর ধরে
সে ফসল দিয়ে ২০-২৫টি দেশের মানুষের খাদ্য জোগান চলে
ধান গম আলু আনারস কিছুই নেই বাকি
ইঁদুরের অত্যাচারের কবল থেকে বল কোথায় রাখি
ইঁদুর হলো জাতীয় শত্রু রক্ষা নাইরে তার
সবাই মিলে মারব ইঁদুর যার যার ক্ষমতা
দেশের মানুষের ক্ষতি পোষাতে ইঁদুরের যত বংশ
সবাই মিলে একসাথে করে দেবো ধ্বংস...

 

শত্রুর সাথে বন্ধুত্বের কারণ
 মো. আনোয়ার উদ্দিন**

স্বাধীন বাংলায় ঘোরে বেড়ায়
ভিন্ন ভিন্ন জাত।

সর্বময় নাপাক ইঁদুর জাত করে ডাকাতি
নাহি দেয় শান্তিতে খেতে ভাত।

সোনার বাংলায় খাদ্যের উৎস
গম আর ধান।

খাদ্য তালিকায় যাহার কারণ
বাঁচে জাতীয় প্রাণ।

প্রসিদ্ধ নাপাক জাত বলে
মোদের খাদ্য রাখি শুকনো মৌসুমে।

করে গর্ত পাকা ধান
রাখি কৌশলে।

জাতিকে টিকে রাখার তরে
শত্রু দলের সাথে দাওয়াতে বন্ধুত্ব।

কিছু ইঁদুর দমন বক্স, আটা,
জিংক- ফসফেট আর শুঁটকিই বরাদ্দ।

সারা বাংলায় ইঁদুর সম্প্রদায় বৈঠকে-হরতালে
মোরে করিলেও তিরস্কার।

 

*কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। **খানকায়ে কাদেরিয়া হামিদিয়া দরবার শরিফ, ৫৯৩ বড় মগবাজার, ঢাকা