Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (চৈত্র ১৪২৩ কৃষিকথা)

কৃষির সম্ভাবনায় দক্ষিণ বাংলা
কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম*

ধান নদী খাল এ তিনে বরিশাল
জলসীমায় উড়ায় তারা ডিঙি নৌকার রঙিন পাল
জলাবায়ুর পরিবর্তনে কৃষির ক্ষতি হয়
এসব ক্ষতি কাটিয়ে উঠা সহজ কথা নয়
চেষ্টা চালাচ্ছেন গবেষক বিজ্ঞানী কৃষি পরিবার
বাধা পেরিয়ে সফল হতে আন্তরিক কারবার
সর্জান হলো বিশেষ প্রযুক্তি এ অঞ্চলের জন্য
অনাবাদি জমি আবাদ করে কৃষি হলো ধন্য
নিচু জমি নালা গর্ত করে পাশে মাটি ভরে
বছরব্যাপী শত ফসল উঁচু ঢিবি গড়ে
ভাসমান কার্যক্রম এ এলাকার রীতি
প্রচার প্রচারণায় রচিছে তারা বিশ্বমানের কীর্তি
শত বছরের ইতিহাস প্রমাণ আছে সব
আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে জাগাচ্ছে কলরব
কলসি পদ্ধতিতে কুমড়া চাষ  নতুন উদ্ভাবিত প্রযুক্তি
লবণাক্ত জমিতে সহজ চাষ দেবে কৃষির নতুন শক্তি
দক্ষিণাঞ্চলের নার্সারি কার্যক্রম পুরো দেশের সেরা
বনায়নে উজ্জিবিত অতনু সবুজ শ্যামলে ঘেরা
নদী মাতৃক দেশ আমাদের উপকূল তার প্রমাণ
ইজ্জত সম্মানে মাথা উঁচু করে সমৃদ্ধ কৃষির সম্মান
দেশের জমির কুড়িভাগ উপকূলীয় জমি
সে তুলনায় ফসলের নিবিড়তা নেইতো সেটা জানি
মুগডাল তরমুজ এলাকার আশাজাগানিয়া শস্য
সূর্যমুখী আপেলকুল লবণাক্তসহনশীল কর্ষ
চিনাবাদাম মিষ্টিআলু আরও আছে কত
স্বাদে গন্ধে অতুলনীয় ফলছে শত শত
সবজি মশলা ফলফলাদি সব কিছুই ফলে
ভালো জাত সার ব্যবস্থাপনা পানি আছে বলে
মিনি পুকুর মালচিং প্রযুক্তি বিনা চাষে ফসল
সাথী ফসল আন্তঃফসলএকটুও হয় না কিছুই বিফল
লবণসহনশীল ফসলের জাত বিজ্ঞানীদের আবিষ্কার
উচ্চ মূল্যের ফসল দিছে তাদের করি নমষ্কার
নারিকেল হলো প্রধান ফল ফসল সাথে বিলাতিগাব
বাতাবিলেবু কদবেল, চালতা, আমলকী আরও আছে গাব
কুল, তেঁতুল, তাল খেজুর পেয়ারা, কদবেল জাম
আমলকী, আমড়া, ডালিম, ডেউয়া, সাথে আছে আম
এসব ফল ভালো হয় দুর্যোগ লবণাক্ততার পর
নিত্য নতুন গবেষণা চলছে ভরতে গোলাঘর
স্বরূপকাঠির স্বরূপের পেয়ারা এলাকার কীর্তি
ভাসমান কৃষি বাজার চলছে শুভ সুন্দর দিবারাত্রি
দুধ মাছ শাকসবজি আরও আছে ফল
ফলিয়ে খেয়ে সুস্থ থাকে দেহে আনে বল
রাস্তার ধারে সবুজ বনায়ন আর অড়হরের চাষ
নিত্য দিনের ফলন আসবে সুখে বারো মাস
লবণাক্ততায় ভয় নেই আসছে নতুন জাত
এসব ফলিয়ে করবে কৃষি জগৎ বাজিমাত
গোলাভরা ফসল থাকবে পুকুর ভরা মাছ
গোয়াল ভরা গবাদিপশু পরিবেশবান্ধব গাছ
বাজারে বেচে নিজেরা খেলে শরীরে আসছে বল
সমৃদ্ধ হবে অর্থনীতি এসবই প্ররিশ্রমের ফল
শস্য গোলা উত্তরবঙ্গ এ বিশ্বাস প্রচলিত আছে
জলবায়ুর পরিবর্তনে অভিঘাতে বিপর্যস্ত হয়ে গেছে
পানি সংকটে হাহাকার ফসল ফলে কম
এসব অসহনীয় পরিবেশ অনেক কঠিন ফসল আবাদের জম
দক্ষিণাঞ্চলে কৃষি উৎপাদনে মহাপরিকল্পনা আছে
উত্তম কৃষি ব্যবস্থাপনা কৌশলে ফলন পার্থক্য কমছে
সেচের পানির নেইতো অভাব আছে অবাধ অঢেল
পরিকল্পিত চাষাবাদে ফলবে ফসল গড়ব রোল মডেল
আমন ধান প্রধান ফসল ফলন আসে কম
দুর্যোগ দুর্বিপাক ফলাবে লবণাক্ত সহনশীল গম
ফলন পার্থক্য কমানোর কাজে আছে কত প্রযুক্তি
সব কৌশল কাজে লাগিয়ে পাবে কৃষির মুক্তি
ধান চাষে বেশি পানি এটাই ধান চাষের নিয়ম
তিন মৌসুমে ধান চাষে গুরুত্ব পাবে তখন
দক্ষিণাঞ্চলে মিষ্টি ক্ষির আরও আছে দই
বর্ষাকালে নাইর যাবে সাজিয়ে ডিঙি ছই
নদী খাল যানবাহনের মূল চলার পথ
শাকসবজি ফল বেচে কিনবে বধূর নথ
আইপিএম আইসিএম সবই কাজে আসে
এলসিসি এডব্লিউডি নিয়ে কৃষি বিভাগ পাশে
সবার সাথে হাতে মিলিয়ে ফলাব সোনার খনি
ফলবে ফলন বাড়বে আয় এ সত্য আমরা মানি
গবেষণা সম্প্রসারণ উন্নয়ন সমান তালে বয়
ভালো ফসল ফলাতে তাদের নেইতো কোনো ভয়
মাথা উঁচু করে দাঁড়াবে একদিন দক্ষিণাঞ্চলের কৃষি
সফলতা সমৃদ্ধি নিশ্চিত আসবে সুখে দিবানিশি।

*উপপরিচালক (গণযোগযোগ), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা-১২১৫ Subornoml @gmail.com