Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৬

চেল্লাখালী নদীতে নির্মিত রাবার ড্যাম এর উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-05-15
মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আত্মবিশ্বাস, আত্মসম্মান আর আত্মমর্যাদা নিয়ে আমরা দেশ গড়ার কাজে  এগিয়ে যাচ্ছি। আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার দীক্ষার অভাব যেখানে, সেখানেই কাজে স্বাধীনতা থাকে না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে আত্মবিশ্বাস নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছি। শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার অদূরে চেল্লাখালী নদীতে নির্মিত রাবার ড্যাম এর উদ্বোধন উপলক্ষে গত ১৪ মে, ২০১৬ খ্রিঃ প্রধান বক্তা হিসেবে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
 
মাননীয় কৃষিমন্ত্রী আরও বলেন, সারের দাম কমানো, রাবার ড্যাম নির্মাণ এসব উন্নয়নমূলক কাজের মাধ্যমে কৃষিতে অভূতপূর্ব সাফল্য এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। কিছুটা হলেও বিদেশে রপ্তানি করছি। কৃষকের মুখে হাসি থাকলেই দেশ বাঁচবে, আমরা বাঁচবো। তিনি বলেন, আমরা প্রতিটি পয়সা হিসেব করে ব্যবহার করি, অপচয় করি না। আমরা বিশ্বে সবজি উৎপাদনে ৩য়, ভুট্টা উৎপাদনে এশিয়াতে শীর্ষে অবস্থান করছি। ধান উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছি। বঙ্গোপসাগরে জেগে ওঠা জমি কৃষি কাজে ব্যবহার করে ধান উৎপাদনে চীনকে ছাড়িয়ে যাব ইনশাআল্লাহ। জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে রাবার ড্যাম নির্মানে অর্থায়ন করায় পরিবেশ ও বন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সৃজনশীল ও উৎপাদনশীল কাজে যে পাশে দাঁড়ায়, সে-ই আত্মার আত্মীয় ও পরম বন্ধু।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে  মাননীয় মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু বলেন, স্বাধীনতা আর স্বাধীনতা উত্তর রাজনীতি কখনো এক হতে পারে না। জনগণকে স্বাধীনতার সুফল দিতে হবে। আজ আমরা বলতে পারি, আমাদের অর্জিত স্বাধীনতা শুধু অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগসহ সব খাতেই দেশের উন্নয়ন ঘটেছে। প্রতিটি উপজেলা আজ শহরে রূপান্তর হয়েছে। সুতরাং আজ কাউকে বলতে হয় না যে, স্বাধীনতার পর আমরা কি পেয়েছি। তিনি বলেন, বাংলাদেশের উন্নতি দেখার জন্য এখন আর পরিসংখ্যান ঘাটতে হয় না। মানুষ ও জনপদের দিকে তাকালেই চলে। অনুষ্ঠানের সভাপতি কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব বলেন, চেল্লাখালী রাবার ড্যাম উদ্বোধন কার্যক্রমে অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। কৃষি সচিব আশা প্রকাশ করেন রাবার ড্যামটি অত্র এলাকায় কৃষি উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখবে।
 
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র ক্ষুদ্রসেচ উইং এর সদস্য পরিচালক ড. মো. সায়েদুর রহমান সেলিম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন চেল্লাখালী নদীতে রাবার ড্যাম নির্মান”  শীর্ষক প্রকল্পের মাধ্যমে উক্ত রাবার ড্যাম নির্মান করা হলো। এটি অর্থায়ন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। এর মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সন্যাসীভিটা, রাণীগাঁও, কালিবাড়ী, কচুয়াবাড়ী, আমবাগান, নন্নী, উত্তরবন্ধ এলাকার কৃষকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হলো। এর মাধ্যমে প্রকল্প এলাকায় কমপক্ষে ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদান করা সম্ভব হবে, ফলে প্রতি বছর প্রায় সাড়ে চার কোটি টাকা সমমূল্যের ২, ২৫০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ মনে করেন। উক্ত কাজে ব্যয়ের পরিমান প্রায় ১২ কোটি টাকা।