বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে আমরা যে মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতা পেয়েছিলাম, সে স্বাধীনতাকে আবার পিছিয়ে ফেলার জন্য সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা দেশের উন্নয়ন চায় না, দেশকে মুক্ত অবস্থায় দেখতে চায় না, জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তারাই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা কান্ডের সাথে জড়িত। রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হান্নান এ কথা বলেন। সভাপতির বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের স্বাধীনতা কোনদিন আসতো না, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দেশে জন্ম না হতো।
১৪ আগষ্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার মোহম্মদ আনোয়ার হোসেন; কৃষি মন্ত্রণালয়ের আইন অধিশাখার উপসচিব মো. হানিফ উদ্দিন ও বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সহসভাপতি মো. নজরুল ইসলাম। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারিরা উপস্থিত ছিলেন।