Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৫

ব্রিতে স্বল্পচাষে ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-09-17

১৬ সেপ্টেম্বর ২০১৫ Australian Centre for International Agricultural Research (ACIAR)-এর অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিমিট, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং Murdoch University-এর আয়োজনে ব্রি অডিটরিয়ামে স্বল্পচাষে ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ড. মো. শাহজাহান কবির, পরিচালক (প্রশাসন), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল এবং Dr. Paul Fox, IRRI Representative for Bangladesh. সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনার Mr. Greg Wilcock.


প্রধান অতিথি বলেন, নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে। তবে কম খরচে কৃষক যেন অধিক উৎপাদন করে লাভবান হয়, সেধরনের প্রযুক্তি মাঠে বাস্তবায়নের আগে কৃষকের মাঠে পরীক্ষা নিরীক্ষা করে উপযোগিতা যাচাই করতে বিজ্ঞানী পরামর্শ দেন।


কর্মশালার মূল বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে কি নোট উপস্থাপন করেন Mr. Dr. Richard W. Bell, Professor, School of Veterinary and Life Sciences, Murdoch University, Australia. কর্মশালায় ডিএই, ব্রি ,বারি, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, কৃষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।