Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৭

রাজশাহী মেট্রোপলিটন মতিহারে তালের বীজ ও চারা রোপণ


প্রকাশন তারিখ : 2017-10-04

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেট্রোপলিটন মতিহারের সার্বিক সহযোগিতায় ০৩ অক্টোবর/২০১৭ মেহেরচন্ডী ব্লকের চকপাড়া গ্রামের নাদের হাজির মোড়ে কৃষকদের উদ্বুদ্ধকরনের মাধ্যমে ১০০টি তালের বীজ ও ১০০টি তালের চারা রোপণ করা হয়। মেট্রোপলিটন মতিহারের কৃষি অফিসার কৃষিবিদ উম্মে সালমা উপস্থিত থেকে তালের বীজ ও চারা রোপণ উদ্বোধন করেন। তিনি বলেন, তাল একটি পুষ্টিকর ও ওষধি গুন সমৃদ্ধ ফল। তাল দিয়ে বড়া, পিঠা মুখোরোচক খাবার ও রস দিয়ে গুড়, পায়েস তৈরী করা হয়। তালের কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরী করা হয় যা অনেক দিন পর্যন্ত টেকে থাকে। তাল গাছে তেমন জায়গা লাগে না, রোগ ও পোকামাকড়ের আক্রমন হয় না। তাল গাছের সব চেয়ে বড় বৈশিষ্ট হলো আকাশে বিদ্যুত চমকায়া নিচে পড়ে সেটা প্রতিরোধ করতে পারে। ফলে অনেক মানুষের জীবন রক্ষা পায়। তাই পরিশেষে তিনি উপস্থিত সকলকে কমপক্ষে ১টি করে তালের চারা/বীজ রোপণ করার উদাত্ত আহ্বান জানান।

 

তালের বীজ ও চারা রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিহারের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ পাপিয়া রহমান মৌরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডিঃ কৃষিবিদ মো. মাহাতাব হোসেন, অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার ডিঃ কৃষিবিদ মো. আব্দুল আহাদ ও রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা মো. এরশাদ আলী। তাছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক কৃষানীসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।