Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০১৫

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের চট্টগ্রাম ও কক্সবাজারের দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষি কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2015-09-07

DSC00625

 

গত ৪-৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্থ কৃষি কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান। এ সময় তিনি সাম্প্রতিক অতি বৃষ্টিতে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষি এলাকা পরিদর্শন এবং কৃষিতে ক্ষতি কাটিয়ে উঠতে চাষীদের উদ্ভুদ্ধকরনের মাধ্যমে স্থানীয় উপজেলা কৃষি কার্যালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি ৫ সেপ্টেম্বর,২০১৫ তারিখ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্নফুলী নদীতে পাহাড়ী ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় গুমাইবিলে ক্ষতিগ্রস্থ কৃষি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়োজনীয় দিকনিদের্শনা প্রদানের পাশাপাশি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, হাটহাজারীতে দুযোর্গ পরবর্তী সময়ের জন্য প্রস্তুতকৃত ধানের বীজতলা হতে সংগৃহীত ধানের চারা কৃষকদের মাঝে বিতরন করেন। এছাড়াও তিনি ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ীতে অনুষ্ঠিত এনএটিপি (ফেজ-২) প্রকল্পের চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের অবহিতকরন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন এবং উপস্থিত কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি উপজেলা ভিত্তিক সুষ্ঠ কর্ম পরিকল্পনা প্রনয়ন, জলবায়ু পরিবর্তন উপযোগী প্রযুক্তির সম্প্রসারন এবং গৃহীত কর্ম পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের উপর গূরুত্ব আরোপ করেন। এনএটিপি প্রকল্প (ফেজ-২) এর প্রকল্প পরিচালক ড. খালেদ কামালের সঞ্চালনায় এবং ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ চৈতন্য কুমার দাস। কর্মশালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; চট্টগ্রামের জেলা মৎস কর্মকর্তা সহ বিএডিসি, এসসিএ, বারি, এআইএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।