Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৬

বারটানে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-02-04

রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এর সেচ ভবনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প আয়োজিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীর ১০তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বারটানের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মো. মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক এসএম সিরাজুল ইসলাম ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের উৎপাদন বেড়েছে কিন্তু উৎপাদিত ফসলের মধ্যে চাহিদা মত পুষ্টি উপাদানেরও অভাব রয়েছে। আমাদের নিজেদের স্বাস্থ্যের পাশাপাশি মায়েদের স্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, তাহলেই আমরা মেধাবী ও পুষ্টি সমৃদ্ধ জাতি উপহার দিতে পারবো। আমরা যদি আমাদের খাদ্যাভাস পরিবর্তন করি তবে ধানের ওপর চাপ কমিয়ে এনে আমরা আরো বেশি শাক-সবজি, ফলমূল উৎপাদন ও ভোগ করতে পারবো। পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের জ্ঞান বাস্তব ও কর্মময় জীবনে বিস্তার ঘটানো এবং  সমাজের সকল পেশার জনগনের মধ্যে  ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।


৩০ জানুয়ারি হতে ০৩ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত ৫দিনব্যাপি এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। দেশের ৭টি বিভাগের ২৯টি জেলার ৮৮টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম চলছে। ৫দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুষ্টি বিষয়ক ডিভিডি বিতরণ করা হয়।