Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৭

ছাদ বাগানে হোল্ডিং ট্যাক্স রেয়াতের বিষয়টি বিবেচনা করার আশ্বাস চট্টগ্রামের নগর পিতার


প্রকাশন তারিখ : 2017-04-06

চট্টগ্রামের ষ্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আওতাধীন মোটেল সৈকত এর পার্কি কনভেনশন হলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৫ এপ্রিল ২০১৭ বুধবার অনুষ্ঠিত হল Enhancing Urban Horticulture Production to Improve Food and Nutrition Safety বিষয়ক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ জ ম নাছিরউদ্দীন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহোদয়। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফএও এর বাংলাদেশ প্রতিনিধ ড. সু লাৎজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ আবদুল আজিজ। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ছাদ বাগান নিয়ে উপস্থাপনা উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। ঢাকা ও চট্টগ্রাম শহরে বাস্তবায়িত এফএও এর অর্থায়নে এ শহুরে কৃষির বর্তমান ফলাফল উপস্থাপন করেন এফএও এর কনসালটেন্ট ড. অনিল কুমার দাশ। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বর্গ ছাড়াও উপস্থিত ছিলেন ছাদে বাগান বাস্তবায়ন কারী বিভিন্ন বাড়ির মালিকবৃন্দ। ছাদে বাগান করার বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারা মত বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে দৃষ্টি আর্কষন করেন।
প্রধান অতিথি জনাব আ জ ম নাছিরউদ্দীন তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রামকে গ্রিন সিটি, ক্লিন সিটি করার জন্য ছাদে বাগান করার বিকল্প নেই। তিনি সিটি কর্পোরেশন এর সরাসরি মালিকাধীন ভবনের উপরে বাগান করার পরিকল্পনার উল্লেখ করেন। এছাড়াও উপস্থিত বাড়ির মালিকদের বিভিন্ন দৃষ্টি আর্কষন সম্পর্কে জানান, ছাদে বাগান করা হলে হোল্ডিং টেক্স এ কোন রেয়াত দেওয়া যাবে কিনা সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করবেন এবং সম্ভব হলে রেয়াতের ব্যবস্থা করবেন। পাশাপাশি তিনি আরও জানান সামনের দিকে তিনি ছাদে বাগান এর জন্য একটি বাজেট বরাদ্দ রাখার কথা সক্রিয়ভাবে চিন্তা করছেন যাতে নগরের বিভিন্ন ভবনের মালিকদের ছাদে বাগান করার প্রতিযোগীতায় উদ্ভুদ্ধ করা যায়। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে এ বিষয়ে মানসিকতা পরিবর্তন ও সহযোগিতা করার আহবান জানান।
উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর একশতটি বাড়ির ছাদে ছাদ বাগান স্থাপন করেছে। নগরীর দুটি স্কুলে গড়ে তোলা হয়েছে দুটি স্কুল গার্ডেন।