রাজশাহীর পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)’তে কৃষকের উৎপাদিত কৃষি পন্য কৃষক সংগঠন ও পাইকারদের যৌথ বাজারজাত করনের উপর এক মতবিনিময় অনুষ্ঠান শিবপুর এআইসিসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চারঘাট কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক। তিনি শিবপুর এআইসিসির তথ্যাবলী উপস্থাপন করেন ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদুত এইচ.ই.মিঃ মিকাইল হেমানিতি উইন্থার (H.E Mr.Mikael Hemniti Winther), প্রকল্পের প্রধান উপদেষ্টা মিঃ হেনরি সিহ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ পিটরি (Mr. Peter Bogh Jensen), সিনিয়র উপদেষ্টা ড. আরিফুর রহমান সিদ্দিকী, প্রকল্প পরিচালক ড. আবু ওয়ালা রাগিব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমান ও রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী ও অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ মোজদান হোসেন।
শিবপুর এআইসিসির পক্ষে তথ্যাদি উপস্থাপন করেন কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)’র ক্যশিয়ার মোসাঃ রুমি বেগম। তার তথ্যের ভিত্তিতে বিভিন্ন প্রশ্ন করেন ডেনমার্কের রাষ্ট্রদুত এইচ.ই.মিঃ মিকাইল হেমানিতি উইন্থার (H.E Mr.Mikael Hemniti Winther) তিনি জানতে চান যে এআইসিসি সদস্য ও পাইকারদের মধ্যে কৃষি পন্য বাজারজাত করলে কষকের লাভ কি। জবাবে এআইসিসির সদস্যগন বলেন যৌথ ভাবে কৃষিপন্য বিক্রি করলে আমাদের খাজনা লাগে না, দরাদরি করতে হয় না, পরিবহন খরচ লাগে না, অল্প পন্য বিক্রি করা যায় ও সময়ের অপচয় হয় না। পরিশেষে সদস্যগন বলেন যৌথ বাজারজাত করনে আমরা বেশী লাভবান হচ্ছি এবং ছেলে মেয়ে ভালভাবে লেখাপড়া করতে পারছে। ডেনমার্কের রাষ্ট্রদুত কথাগুলি শুনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এআইসিসির সদস্যসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অতিথি বৃন্দকে রাজশাহী জেলার এ প্রত্যান্ত অঞ্চলে কষ্ট করে এআইসিসিতে কৃষি পন্য যৌথ বাজারজাতকরন ও কৃষির অন্যান্য কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য ডেনমার্কের রাষ্ট্রদুতকে শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা জানান রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী অঞ্চলের আইএফএমসি’র কো-অর্ডিনেটর মোঃ হাবিবুল হক। পরিশেষে অতিথিবৃন্দ একটি পেয়ারা বাগান সরোজমিনে পরিদর্শন করেন ও বাগান মালিকের সাথে মতবিনিময় করে সকলে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক, ঢাকাস্থ উর্দ্ধতন কর্মকর্তবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫৫০ জন কৃষক-কিষানী উপস্থিত ছিলেন।