কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এ সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আঞ্চলিক কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জনাব মো. জসীম উদ্দিন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, আকবরপুর, মৌলভীবাজার।
উদ্বোধনের পরপরই জেলা পর্যায় থেকে প্রকল্পের কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। শুরুতেই উপস্থাপনে আসেন কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা,সিলেট। পরবর্তীতে প্রকল্প কার্যক্রম, বাস্তবায়ন, বাস্তবায়ন করতে সমস্যাদি, কৃষকের সুপারিশ, উপজেলা কৃষি অফিসারের সুপারিশ ও জেলা পর্যায়ের সুপারিশসমূহ পর্যায়ক্রমে উপস্থাপন করেন কৃষিবিদ মো. আবু নাসের, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ মো. শাহজাহান, উপপরিচালক, মৌলভীবাজার; কৃষিবিদ জনাব স্বপন কুমার সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, সুনামগঞ্জ; কৃষিবিদ জনাব মো. বশির আহমেদ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, হবিগঞ্জ এবং সর্বশেষে কৃষিবিদ ড. মো. মামুন উর রশিদ, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট অঞ্চল, সিলেট। জেলা ভিত্তিক উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে সকল উপস্থাপক প্রতি উত্তরে অংশগ্রহণ করেন এবং সুপারিশ গ্রহণ করেন।
কর্মশালার পরবর্তী পর্যায়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় । মুক্ত আলোচনায় কৃষক, এসএএও, উপজেলা কৃষি অফিসার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপপরিচালক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাগণ, বিএডিসির যুগ্ম পরিচালক, উপপরিচালক সহ অনেকেই অংশগ্রহণ করেন। কর্মশালা যে প্রস্তাবনাগুলো উঠে এসেছে তা হলো: বটম আপ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সময়মত বাজেট প্রদান, প্রয়োজন ভিত্তিক প্রদর্শণী, যন্ত্রপাতি, প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে একটি দল না করে একাধিক দল তৈরি করে কার্যক্রম বাস্তাবায়ন করা, প্রদর্শণীর সংখ্যা বৃদ্ধিকরণ, মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, স্কুল, মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ, বাজারজাত ব্যবস্থা নিশ্চিতকরণ, মাঠ দিবস, উদ্বুদ্ধকরণ ভ্রমণের ব্যবস্থা করা, কৃষি উপকরণ যেমন ফলবাগানের চারা, কলম নিশ্চিতকরণ ও সিকেচার, প্রুনিং শেয়ার এসব প্রদান, জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জেলা পর্যায়ে আইটি যন্ত্রপাতি প্রদান, গাড়ির ব্যবস্থা করা, গাড়ির জ্বালানি সহ রক্ষণাবেক্ষণ খরচ প্রদান, ডিজিটাল ক্যামেরা প্রদান, পুষ্টি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান, মাশরুম চাষাবাদ নিশ্চিতকরণ, তেল ভাঙার মেশিন স্থাপন, কর্ণ সেলার প্রদান, প্রকল্পে পুষ্টি নিশ্চিত করতে কচু জাতীয় ফসল চাষাবাদ করা, কম মূল্যের প্রযুক্তি ব্যবহার, প্রকল্প বাস্তবায়নের পরে মূল্যায়ন নিশ্চিতকরণ, হাওর এলাকায় রিপার মেশিন প্রদান, মাটি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, চাষীদের মাঝে নিবন্ধিত বীজ উৎপাদক তৈরি করা, সভাকক্ষে সাউন্ড সিস্টেম ও এসি নিশ্চিত করা এসব সুপারিশ ও প্রস্তাবনা ওঠে আসে।
কৃষিবিদ জনাব মো. জাহেদুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বারি, এসআরডিআই, এসসিএ, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, হর্টিকালচার সেন্টার,কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বালাগঞ্চ, সিলেট। অনুষ্ঠানের রেপোটিয়ারের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট। বিশেষ অতিথি, প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।