Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০২৫

দেশে কোন খাদ্য সংকট হবে না- কৃষি উপদেষ্টা


প্রকাশন তারিখ : 2025-04-10

সুনামগঞ্জ,  ১০ এপ্রিল ২০২৫:

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  দেশে উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোন সম্ভবনা নেই।  দেশে কোন খাদ্য সংকট হবে না।

উপদেষ্টা আজ সুনামগঞ্জের সদর উপজেলার  দেখার হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশেের  খাদ্য মজুদ  প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এবার প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দেশে খাদ্য সংকট হওয়ার কোন সম্ভাবনাই নেই।  খাদ্য পর্যাপ্ত মজুদ আছে।

 গতকাল আপনারা জেনেছেন যে, ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা,  চাউলের ক্রয়মূল্য ৪৯ টাকা ও  গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা।

হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, বাঁধের কোন সমস্যা থাকলে এখনই বলেন সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন বাঁধ নিয়ে সমস্যা হয় তাহলে সেই প্রকৌশলীর সমস্যা হবে বলে উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোন বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।
ধান যখন কেনা শুরু হয় তখন মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এরকম প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন,  এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব। ধান কাটা নিয়ে কোন সিন্ডিকেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান আমরা সোজা করে দেব।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার এল এস ডি পরিদর্শন করেন।