Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৬

রাঙ্গামাটিতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-10-05

 

রাঙ্গামাটি অঞ্চলে চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এক আঞ্চলিক কর্মশালা আজ ০৫ অক্টোবর অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি  পার্বত্য জেলার উপ পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি  অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ.কে.এম হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রকল্পের সার্বিক কর্মকান্ড নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিৎ সাহা রায়। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ে প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন সংশ্লিষ্ট জেলার উপ পরিচালকবৃন্দ উপস্থাপন করেন। কর্মশালায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রদর্শনীর সংখ্যা ও জাত ভিত্তিক ধান বীজের চাহিদার পরিকল্পনা প্রস্তুত করা হয়। 


এরপর উন্মুক্ত আলোচনায় প্রকল্পের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন অসুবিধা বা প্রতিবন্ধকতা ও সফলতার দিকও তুলে ধরেন। এ সমস্ত অসুবিধা উত্তরনের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত সকল বক্তা জাত এবং প্রযুক্তি নির্বাচনে স্থানীয় উপযোগীতা ও কৃষকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধকার দেয়ার জন্য মত প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন-অর-রশিদ বীজ বপণের পূর্বে বীজ শোধনের উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া তিনি কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রেখে টেকসই উৎপাদনের উপরও গুরুত্ব আরোপ করেন। সভাপতি উপ-পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা প্রকল্পের নির্দেশনা মোতাবেক কৃষক ও প্রদর্শনী প্লট নির্বাচন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ  প্রদান করেন। দিনব্যাপী কর্মশালায় রাঙ্গামাটি অঞ্চলের ৪০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।