Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০১৬

কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ কর্তৃক ঢাকায় ৫ম জাতীয় কনভেনশন ও আর্ন্তজাতিক কৃষি কনফারেন্স ২০১৬ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-10-02

গত ২৯-৩০ সেপ্টেম্বর ২০১৬ খ্রিঃ তারিখে কেআইবি কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স চত্বরে কৃষি খামার সড়ক,ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৫ম জাতীয় কনভেনশন ও আর্ন্তজাতিক কৃষি কনফারেন্স ২০১৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

সকাল ১০.৩০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয় কেআইবি কমপ্লেক্স - এর মূল মিলনায়তনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ এবং সভাপতিত্ব করেন আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এম.পি এবং সভাপতি, কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ মোবারক আলী মহাসচিব কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ এবং প্রকল্প পরিচালক, আইপিএম - এর মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প। বিশেষ অতিথির বক্তব্য শেষে প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব সাফল্যের জন্য কৃষি বিজ্ঞানী, কৃষি কর্মী এবং সংশ্লিষ্ট সকল কৃষিবিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সম্মানিত সদস্য মোঃ আব্দুল মান্নান এমপি তাঁর বক্তব্যে ক্যাডার বৈষ্যম্যের শিকার ও চাকুরীর ক্ষেত্রে কৃষিবিদদের যথাযথ পদোন্নতি ও সুযোগ-সুবিধা,মর্যাদার কথা ও তার প্রতিকারের সুপারিশ তুলে ধরেন। অতঃপর নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২.৩০ টায় টেকনিক্যাল অধিবেশন শুরু হয় এবং বিকাল ৬.৪০ টায় অনুষ্ঠান শেষ হয় কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সাধারণ সভা’২০১৬ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

০২ দিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিন জুম’আর নামাজের  ও মধ্যাহ্ন ভোজের বিরতি ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত কেআইবি মিলনায়তনে,কনভেশন হলে একটানা প্যারালাল ও প্ল্যানারি সেশন চলতে থাকে। উক্ত টেকনিক্যাল অধিবেশন সমূহে দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিজ্ঞানীদের কৃষির বিভিন্ন বিষয়ের উপর ২০-২২ টি প্রবন্ধ/পেপার উপস্থাপন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মাধ্যমে ০২ দিন ব্যাপী ৫ম জাতীয় কনভেনশন ও আর্ন্তজাতিক কৃষি সম্মেলন ’২০১৬ - এর সমাপ্তি ঘোষনা করা হয়। সারা দেশ ও বিদেশ হতে আগত সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রথিতযশা কৃষিবিদদের  ০২ দিন ব্যাপী এক মহামিলনের সমাপ্তি ঘটে ৩০ সেপ্টেম্বর ’২০১৬ রাত ৯.০০ ঘটিকায়।