Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০১৬

দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের কৃষিতে রয়েছে অপার সম্ভাবনা -মহাপরিচালক, ডিএই


প্রকাশন তারিখ : 2016-06-05

দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের কৃষিতে রয়েছে অপার সম্ভাবনা। এসব এলাকায় ফলসহ বৈচিত্র্যময় শস্য উৎপাদনের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধশালী করা সম্ভব। এ দু’অঞ্চলের জন্য দু’টি চমৎকার মাস্টারপ্লান প্রণয়ন করা হয়েছে। এখন প্রয়োজন দক্ষতার সাথে কাজে মনোনিবেশ এবং চাষিদের পাশে থেকে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করা। গত ২ জুন বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলন কক্ষে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৫ বছরে আমরা ২৮ লক্ষ হেক্টর জমি হারিয়েছে। এরপরও বর্তমানে দেশে ধানের মোট উৎপাদন বছরে ৩ কোটি ৮২ লক্ষ মেট্রিক টন। এটা সম্ভব হয়েছে ধানের অধিক উৎপাদনশীল জাত উদ্ভাবন এবং তা সম্প্রসারণের কারণে। ডিজি বলেন, এখানে কেবল বনজ গাছে ছড়াছড়ি। অতি ঘনত্বের এসব গাছ, বিশেষ করে রেইনট্রি-চাম্বুলের আধিক্য কমিয়ে এ অঞ্চল নারকেলের রাজ্যে পরিণত করতে হবে। তাই উচ্চ ফলনশীল ডোয়ার্ফ জাত ব্যবহারে চাষিদের উৎসাহ বাড়াতে হবে। তিনি বলেন, এক সময় বলা হতো- যার আছে অধিক অথর্, তিনিই ধনীব্যাক্তি; কিন্তু এখন বলা হয়- নখোদর্পণে যার যত তথ্য, তিনি তত বেশি বৃত্তশালী। তাই আমাদের প্রত্যেককে এক একটি তথ্য ভান্ডারে পরিণত হতে হবে।  কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এসএএওদের ডাইরিতে তথ্য-উপাত্ত সংগ্রহে যেন সঠিকতা বজায় থাকে, সেদিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, মনিটরিং অর্থ কেবল দুর্ব্যবহার নয়। সহযোগিতার পাশাপাশি পরামর্শের মাধ্যমে কাজ আদায় করিয়ে নেয়া। মনে রাখতে হবে, আমরা সবাই সম্প্রসারণ কর্মি। তাই কৃষকের সাথে নিবিড় ও নৈকট্যপূর্ণ এমন সম্পর্ক সৃষ্টি করতে হবে, যেন তাদের কাছে আমাদের আস্থা-অর্জন অটুট থাকে। ডিএই আয়োজিত এ মতবিনিময় সভায়  অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) তুষার কান্তি সমদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মহাপরিচালক এম. এনামুল হক। বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ শংকর কুমার ভৌমিক, বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হক, মুলাদীর উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বাউফলের কৃষি সম্প্রসারণ  অফিসার  মো. আরাফাত রহমান প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।