মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৭ এর উদ্ভোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে এ মৎস্য সপ্তাহ উদ্ভোধন করেন। জেলা প্রশাসক,খুলনা মো. আমিন উল আহসানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক রনজিত কুমার পাল, উপপরিচালক মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন প্রফুল্ল কুমার সরকার ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সর্পোটাস এ্যাসোসিয়েশন এর সহ সভাপতি শেখ আব্দুল বাকি। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি, খুলনা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় বিশ্বের কাছে বাংলাদেশ বন্যার দেশ হিসেবে পরিচিত ছিল, বতর্মানে আমাদের দেশ খাদ্য সয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষ, সঠিক ব্যবস্থাপনা বজায় রাখতে পারলে সারাদেশে মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মধ্যম আয়ের দেশে পরিনত করতে হলে রপ্তানী আয় বাড়াতে হবে। এজন্য রপ্তানী পণ্যে মানের বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের মৎস্য চাষিরা উদ্যেগী হলেই পাশ্ববর্তী দেশের মত র্কাপ জাতীয় মৎস্য চাষ সফলতা আনতে পারবেন। আমাদের উৎপাদিত মাছ, ফল ও সবজি বিশ্বে এক নম্বর হিসেবে পরিচিতি পেতে এর মানকে অবশ্যই বাড়াতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, খুলনা জেলা মৎস্য অফিসার মো. শামিম হায়দার। অন্যান্যদের মধ্যে খুলনা জেলা মৎস্য সমিতির সভাপতি স্বপন কুমার সরকার, পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব মো. সোহরাব হোসেন ও মৎস্য পোনা নার্সারী মালিক সমিতির পক্ষে মো. আব্দুল হালিম বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে শহীদ হাদিস র্পাক থেকে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং শহীদ হাদিস পার্কের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন ।