কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ মঈনুদ্দীন আব্দুল্লাহ গত ৪ এপ্রিল অতি বৃষ্টি, পাহাড়ী ঢল ও বাঁধ ভাঙ্গার কারণে ক্ষতিগ্রস্থ ফসলী জমি প্রত্যক্ষ করতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলাস্থ ডিঙ্গা পোতা হাওড় পরিদর্শন করেন। এ সময় তিনি হাওড়ে আবাদকৃত ক্ষতিগ্রস্থ চাষীদের সাথে ক্ষতির কারণ ক্ষতির প্রভাব এবং তার প্রতিকার এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে তিনি মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এব কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় অংশ গ্রহণকারীগণ সচিব মহোদয়কে বাধঁ ভাঙ্গন রোধে এবং বন্যা থেকে রেহাই পেতে বেশ কিছু সুপারিশ প্রদান করেন। সচিব মহোদয় তাদের সুপারিশ সমূহ মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলোর সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এরপর তিনি জেলার মদন উপজেলাস্থতলার হাওড় পরিদর্শন করেন।
মাননীয় সচিবের ক্ষতিগ্রস্থ হাওড় অঞ্চল পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নজমুল আলম। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস; ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা জেলার উপপরিচালক কৃষিবিদ বিলাস চন্দ্র পাল, প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. মফিজুল ইসলাম নাফিজ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এডভোকেট রতন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যানদ্বয় মো. রফিকুল ইসলাম মুরাদ ও মো. হাবিবুর রহমান, কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী তথ্য অফিসার (অ.দা) কাজী গোলাম মাহবুব প্রমুখ।
উল্লেখ্য, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় মাঠে দন্ডায় মান মোট ১৮৪৩২ হেক্টর ফসলী জমির মধ্যে ১৩৫৫৫ হেক্টর অতিবৃষ্টি, পাহাড়ী ঢল ও বাঁধ ভাঙ্গার কারণে পানিতে নিমজ্জিত হয়।