Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মার্চ ২০১৭

খুলনায় কৃষি সম্পর্কিত সংসদীয় কমিটির মতবিনিময় সভা ও বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2017-03-07

৩ মার্চ ২০১৭ তারিখ বিকাল ৪.৩০ মিনিটে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার প্রশিক্ষণ হল মিলনায়তনে কৃষি সম্পর্কীত সংসদীয় কমিটির সাথে কৃষি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটির সভাপতি মাননীয় জাতীয় সংসদ সদস্য পাবনা-৩ মোঃ মকবুল হোসেন এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য ময়মনসিংহ-৬ মোঃ মোসলেম উদ্দিন এমপি, নারায়ণগঞ্জ-২ মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন এমপি, নোয়াখালী-৩ মোঃ মামুনুর রশীদ কিরন,এমপি, বগুড়া-৬ মোঃ নুরুল ইসলাম ওমর, এমপি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) মোঃ মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ চৈতন্য কুমার দাস।

 

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের কৃষির বিভিন্ন কার্যক্রম ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খুলনা অঞ্চল খুলনা কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের খুলনা,বাগেরহাট, সাতক্ষীরায় প্রাকৃতিক দূর্যোগসহ অন্যান্য অসুবিধা সত্ত্বেও নতুন নতুন জাত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির ফলে আরও লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করা দরকার। ক্রুটিপূর্ণ ভেড়িবাঁধ ও স্লুইস গেট ব্যবহার বৈপরিত্য। এ ব্যাপারে ব্লু-গোল্ড প্রকল্প অল্প আকারে পাইলট কর্মসূচীতে কাজ করছে। ফসল উৎপাদনে কৃষি শ্রমিকের সংখ্যার অভাব দেখা গেলেও সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রচেষ্টায় খামার যান্ত্রিকীকরণের ফলে সে সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।

 

পরিচালক, সরেজমিন উইং কৃষিবিদ চৈতন্য কুমার দাস বলেন, দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদনে স্বল্প ,মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে হবে। তিনি ঘেরের জমি জরিপ করে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ, ঘের পাড়ে ফসল উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রসারণ উইং মোঃ মোশারফ হোসেন বলেন, মাছসহ ফসল উৎপাদনে কৃষি সুরক্ষা আইন করার কথা উল্লেখ করেন।

মাননীয় সংসদ নূরুল ইসলাম বাবু বলেন উপজেলা কৃষি কর্মকর্তাদের কাজের গুরুত্ব ও গতি বেড়েছে। সংসদ রেজাউল করিম তানসেন বলেন, সরকার কৃষি বান্ধব আর কৃষি মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের অন্যতম মন্ত্রণালয়। কৃষিবিদদের মেধার মাধ্যমে দেশে আজ কৃষি বিপ্লব ঘটেছে। সাংসদ মোসলেম উদ্দিন বলেন, সংসদীয় কমিটির খুলনা অঞ্চলে সফরের উদ্দেশ্য হচ্ছে কৃষি কর্মকাণ্ড দেখার, কিছু শেখার এবং আপনাদের প্রস্তাবনাগুলো ঢাকায় নিয়ে বাস্তবায়ন করা যায় কিনা তার প্রচেষ্টা নেয়া। তিনি বলেন, বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে গেছে। এদেশের মানুষ তিন বেলা ভাত খেতে পারে। আর এটা সম্ভব হয়েছে সরকারের সাথে কৃষিবিদ ও মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে।

 

অনুষ্ঠানের সভাপতি, পাবনা-৩ মো. মকবুল হেসেন, এমপি উপস্থিত কৃষি কর্মকর্তাদের মতবিরনময় সভায় বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ৯ম সংসংদে এসে প্রথম চ্যালেঞ্জ ছিল কৃষি উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবমুখী পদক্ষেপের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সফলতার জন্য তিনি মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভাপতি মহোদয় আরও বলেন, খুলনা অঞ্চলের বিভিন্ন কৃষি সমস্যা বিশেষকরে কোন কোন এলাকায় জলাবদ্ধ সমস্যার সমাধান এক দিনে সুরাহা হবে না।পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এগুতে হবে। মতবিনিময় সভার আগে সংসদীয় কমিটি বাগেরহাটর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণা প্লট, ফকিরহাটের অর্গানিক বেতাগা গ্রাম, খুলনার বটিয়াঘাটার ব্লু গোল্ড কার্যক্রম পরিদর্শন ও চাষি সমাবেশে অংশগ্রহণ করেন।