Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৬

খুলনায় বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা/১৬ উদ্ভোধন


প্রকাশন তারিখ : 2016-04-07

মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রযুক্তির উন্নয়ন ছাড়া আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। মন্ত্রী গতকাল ৬ এপ্রিল সন্ধায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গনে বিভাগীয় প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনার রশিদ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) সুভাষ চন্দ্র সাহা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, খুলনা জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের অহংকার। জননেত্রী  শেখ হাসিনার সরকার খাদ্য ঘাটতি নিযে ক্ষমতায় এসেছিল। সরকারের সঠিক নীতি বাস্তবায়ন ও তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে খাদ্য ঘাটতি কাটিয়ে আজ রপ্তানীকারক দেশে পরিনত হয়েছে। ডিজিটাল অগ্রযাত্রার ফলে দেশে মাথাপিছু আয় বর্তমানে ১৪৬০ ডলারে দাড়িয়েছে। আয় বাড়ার ফলে দেশ আজ ভিক্ষুকশূণ্য হয়েছে। এবারের বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিএই,এআইএস,এসআরডিআই,বিএআরআই সহ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫ টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এ ছাড়া প্রতিদিন সেমিনার,কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।