Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

শহিদ শেখ রাসেলের সমাধিতে কৃষি তথ্য সার্ভিসের শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2022-10-18

2022-10-18-09-31-1768110e678cb2caa7ce9584ad7acb20

ঢাকা, ১৮ অক্টোবর ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বনানী কবরস্থানে তার সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছে কৃষি তথ্য সার্ভিস। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) 'শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষে  সকাল ৭.৩০ টার দিকে  এ শ্রদ্ধা জানানো হয়। এরপর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে সকলের মাঝে বিতরন করা হয়। BICC তে এক রালী অনুষ্ঠিত হয়। 

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কে জে এম আবদুল আউয়ালের নেতৃত্বে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

পরবর্তীতে বেলা ১২টায় খামারবাড়িতে সংস্থার কনফারেন্স রুমে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।