কুমিল্লায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের আয়োজনে পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা’র প্রশিক্ষণ হলে ২০/০১/১৬ তারিখে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা অনুষ্ঠানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার কৃষি বিভাগের উর্দ্ধোতন কর্মকর্তা, কৃষি যন্ত্র ব্যাবসায়ি ও কৃষকসহ প্রায় ১৫০ জন অংশগ্রহন করেছেন। কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে দেশকে খাদ্যে সয়ংস্পূর্ণ করে কৃষি বান্ধব সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করা এ কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, যুগল পদ দে। তিনি বলেন-বর্তমানে বাংলাদেশ দানাদার খাদ্যে সয়ংসম্পূর্ণ। কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করেই আমাদের কৃষক ভাইয়েরা এ সফলতা অর্জন করেছেন। মাঠ পর্যায়ে আরো অধিক হারে ফলন বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য সভাপতি সবাইকে আহবান জানান। কর্মশালা অনুষ্ঠানে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন-শেখ মো. নাজিম উদ্দিন, প্রকল্প পরিচালক, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। মো. আসাদুল্লাহ্, উপপরিচালক, ডিএই, কুমিল্লা জেলা। আলী আহাম্মদ, উপপরিচালক, ডিএই, চাঁদপুর। মোহাম্মদ আবু নাছের, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া। সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।