রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এর সেচ ভবনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫দিনব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বি এম এনামুল হক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটা সময় আমাদের অর্থ কষ্ট ছিলো, খাদ্যাভাবে ব্যপক মানুষ ভুগেছে। আজকে সে পরিস্থিতি নেই। আজকে কোন কোন ক্ষেত্রে আমরা উদ্বৃত্ত ফসলের দেশে পরিণত হয়েছি। তিনি বলেন, প্রশিক্ষণ থেকে লব্দ জ্ঞান পরিবার হতে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং পুষ্টির বিষয়ে সচেতন করে তুলতে হবে। আমাদের উৎপাদিত যে ফসল হচ্ছে এতে সুষম খাদ্য হিসেবে পুষ্টির মান বিভাজন করে গ্রহন করার অভ্যস্ততা জরুরী হয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত রক্তস্নাত লাল সবুজের পতাকা। এ পতাকা আনতে যারা রক্ত দিয়েছে, আমরা তাদের উত্তর প্রজন্ম এবং আপনাদের মাধ্যমে যে প্রজন্ম আসছে তাদেরকে আমাদের রক্তরঞ্জিত পতাকার বিষয়ে যেমন জানাতে হবে তেমনি একটি সুখী, সমৃদ্ধ ও অর্থনীতিকভাবে দৃঢ়তার ভিত্তিতে দাড়ানো একটি বাংলাদেশকে দেখতে চায় সারা বিশ্ব। ২০২১ এ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ এ উন্নত দেশে পরিণত হবো। সকল সেক্টরকে যথাযথভাবে গতিশীল করার ভিতর দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা শক্তিশালী অর্থনীতিক ভিত্তির ওপর দাড়িয়ে রাখা বাংলাদেশকে দেখতে চাই। আমরা যেন সেখানে পৌঁছে যেতে পারি সেখানে মিডিয়া মাধ্যম হিসেবে সকলকে কাজ করার আহ্বান জানান।
এ প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে জনগনের পুষ্টিস্তর উন্নয়ন সাধনকল্পে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীগণ পুষ্টি বিষয়ে লব্দ জ্ঞান তাদের নিজ নিজ দপ্তরের আওতাধীন বাস্তবায়িতব্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভূক্ত করবেন এবং প্রশিক্ষণার্থীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিস্তার ঘটাবেন। এতে করে সাধারণ জনগণের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুষম খাদ্য গ্রহনের মাধ্যমে সমৃদ্ধশালী, সুস্থ ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) ও বারটানের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ, বারটানের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব এস এম শিবলী নজির ও বারটানের পরিচালক ও যুগ্ম সচিব ইকবাল মাহমুদ। বারটানের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৩-১৭ মে ২০১৭ পর্যন্ত ৫দিনব্যাপি এ প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার ৯ম/তদুর্ধ গ্রেডের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।