১৮ জুন ২০১৫ তারিখে ফার্মগেটস্থ আ.কা.মু গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন “পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কার্যক্রম শক্তিশালীকরণ কর্মসূচীর উদ্যোগে জাতীয় কর্মশালা ২০১৫” এর আয়োজন করা হয়। কৃষিবিদ জনাব আবুল কালাম আজাদ, পরিচালক, উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্যামল কান্তি ঘোষ, সচিব, কৃষি মন্ত্রণালয়।
প্রধান অতিথি বলেন, আমরা প্রত্যেকেই কোন না কোনভাবে কৃষির সাথে জড়িত। কৃষিকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এজন্য আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে ফসলের বালাই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। প্রয়োজনে এ বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। কৃষকদের সম্পৃক্ততার মাধ্যমে ফসলের মাঠে বালাইয়ের রেকর্ড সঠিকভাবে নিরুপন করতে পারলে শত্রু পোকার দমন ও বন্ধু পোকা রক্ষা করা সহজ হবে। তিনি আরও বলেন, জৈব প্রযুক্তি ব্যবহার করলে ফসলের উৎপাদন খরচ কম হবে এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মনজুরুল আনোয়ার, যুগ্ম প্রধান, পরিকল্পনা উইং, কৃষি মন্ত্রণালয় এবং কৃষিবিদ জনাব এ জেড এম মমতাজুল করিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, কৃষিবিদ জনাব মো. মোবারক আলী, কর্মসূচী পরিচালক, “পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কার্যক্রম শক্তিশালীকরণ কর্মসূচী”।
কর্মশালায় প্রকল্পভুক্ত এলাকার অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কারিগরী পর্বে প্রকল্পভূক্ত জেলার কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং সুপারিশ উপস্থাপন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।