জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে গত ২৪-২৬ মে, ২০১৬ খ্রিঃ ৩ (তিন) দিন ব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০১৬ অনুষ্ঠিত হয়। সরেজমিন গবেষণা বিভাগ, অঞ্চল-২, শেরপুর ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, জামালপুর কর্তৃক আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ন চন্দ্র বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ এর উপ-পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান, শেরপুর এর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন এবং নেত্রকোণার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।
কৃষিবিদ জনাব অমিতাভ দাস প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি আমরা মাঠে বিস্তার করি, কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করি। আমাদের মাধ্যমে যাতে কৃষকরা উন্নত সেবা পায়, সে মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন ডিএই’র আই এফ এম সি সহ বিভিন্ন প্রকল্প রয়েছে, যেখানে কৃষকদের মোডিভেশনাল ট্যুর আছে। সে সময় তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য গবেষণা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমরা যেভাবে কল্পনা করি, আমাদের দেশ যেন আরও দ্রুত গতিতে এগিয়ে যায়, তা-ই কামনা করি। তিনি মাঠে প্রদর্শিত বিভিন্ন ফসলের প্রদর্শনী প্লটে ডিএই কর্তৃক আয়োজিত বিভিন্ন কৃষক মাঠ দিবসে অংশগ্রহণের জন্য কেন্দ্রটির বিজ্ঞনীদেরকে অনুরোধ করেন। অনুষ্ঠানের সভাপতি ড. নারায়ন চন্দ্র বসাক বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রদর্শন করা হয় এবং সম্ভাব্যতা যাচাই করা হয়। প্রদর্শন পর্যায়ে সাবধানতার সাথে বিভিন্ন ধাপ অতিক্রম করা হয়। অত:পর সে প্রযুক্তি রিলিজ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মহোদয়দেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মো. সামছুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সগবি, বিএআরআই, শেরপুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর এর উপ-পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ এর উপ-পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদির প্রমুখ।
এর আগে গত ২৪ মে, ২০১৬ খ্রিঃ একই ভেন্যুতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ন চন্দ্র বসাক এর সভাপতিত্বে উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর এর পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি বলেন, গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত প্রযুক্তিগুলো তৃণমূল পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে চুলচেরা বিশ্লেষণ করার পর উঠে আসা সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে কর্মসূচী গ্রহণ করা হয় সেগুলো উৎরানোর জন্য।