Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০১৬

সবজি ও ফল রপ্তানিতে অংশীদারিত্বমূলক সমন্বয় জরুরি


প্রকাশন তারিখ : 2016-01-14

বিশ্ববাজারে বাংলাদেশের সবজি এবং ফলের জন্য টেকসই সাপ্লাই চেইন গড়ে তোলার জন্য হর্টিকালচার খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে শক্তিশালী এবং কার্যকর অংশীদারিত্বমূলক সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০১৬) সলিডারিডাড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত Exploring Fruits and Vegetables Export to International Market শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় বাংলাদেশের হর্টিকালচার সেক্টরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া কর্তৃক বাস্তবায়িত সফল প্রকল্পের সুপারমার্কেট এন্ড ডিস্ট্রিবিউশন স্পেশালিস্ট মো. মজিবুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং  বীজউইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে অনেকখানি এগিয়ে গেছে। আগে তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে উৎসাহিত করতেন। এখন নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, তিনি আশাবাদী যে ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সবজি এবং ফলমূল রপ্তানি করতে পারবেন। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুত।

 

সভাপতির বক্তব্যে সলিডারিডাডের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান বলেন,  বাংলাদেশের কৃষি উৎপাদনে অবদান রাখা ৯৬ ভাগ কৃষকই ক্ষুদ্র চাষি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষুদ্রচাষিরা তাদের উৎপাদিত পণ্য খামারে অথবা গ্রামের বাজারে বিক্রি করে। ফলে তারা পণ্যের সঠিক দাম পান না। অনুষ্ঠানে বলা হয়, বিশ্ববাজারে বাংলাদেশের সবজি এবং ফলের জন্য টেকসই সাপ্লাই চেইন গড়ে তোলা প্রয়োজন। এ জন্য হর্টিকালচার খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে শক্তিশালী এবং কার্যকর অংশীদারিত্বমূলক সমন্বয় করার বিকল্প নেই।
 
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, প্লান্ট কোয়ারেন্টাইন উইংয়ের পরিচালক ছবিহরি দাস, বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাসের ফুড সিকিউরিটি এডভাইজর আরমান আকবরী খান, রহিম আফরোজ সুপার স্টোর লিমিটেডের চেয়ারম্যান নিয়াজ রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।