ইউএসএআইডি’র অর্থায়নে আন্তর্জাতিক গম ও ভূট্টা উন্নয়ন কেন্দ্র (সিমিট) এবং আইডিই বাংলাদেশ আয়োজিত সিসা-এমআই প্রকল্পের গত অর্থবছরের কর্মকান্ডের মূল্যায়ন এবং আগামী অর্থবছরের কর্মপরিকল্পনার ওপর দিনব্যাপি এক কর্মশালা গত ২৬ জুলাই ভোলা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মহিনের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, জেলা মৎস্য অফিসার মো. রেজাউল করিম, লালমোহনের উপজেলা কৃষি অফিসার মো. মোশাররফ হোসেন, বোরহানউদ্দিনের উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক, সিমিট বরিশাল হাবের কো-অর্ডিনেটর হীরা লাল নাথ, আইডিই বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণ অত্যাবশ্যক। বর্তমানে কৃষিশ্রমিকের সংখ্যা কমে যাওয়ার কারণে জমি কর্ষণ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে। অথচ কৃষি যন্ত্রপাতি ব্যবহারে শ্রম এবং অর্থ সাশ্রয় সম্ভব। তিনি আরও বলেন, বোরহানউদ্দিন উপজেলার চর লতিফে শুধু আমন ধান চাষ হতো। এখন এর পাশাপাশি গম, ভূট্টা, পিঁয়াজ, রসুনসহ অন্যান্য ফসল চাষ হচ্ছে। তাই যেসব চর এলাকায় বছরের অধিকাংশ সময় পতিত পড়ে থাকে, সেসব স্থানে চাষের আওতায় আনতে হবে। তবেই এ জেলা হবে খাদ্যে আরও উদ্বৃত্ত। কর্মশালায় কৃষি যান্ত্রকীকরণ দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে কৃষি সংশ্লিষ্ট জিও-এনজিও প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রকল্পের আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে কৃষকসহ ডিএই, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, মৎস্য অধিদপ্তর এবং বেসরকারী প্রতিষ্ঠানের ৪০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।