কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হয়েছে সাত দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা ২০১৫। বিগত ২ আগষ্ট ২০১৫ তারিখ মেলার শুভ উদ্ভোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন। উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী, উপপরিচালক, ডিএই, চট্টগ্রাম; জনাব মাহবুবুল আলম চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ , হাটাহাজারী; কৃষিবিদ শেখ আবদুল্লাহ ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার, হাটহাজারী সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মোয়াজ্জম হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গূরুত্ব এবং কৃষি উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে কৃষি প্রযুক্তি বিস্তারে সকলকে আরও আন্তরিক হবার আহবান জানান। মেলা উপলক্ষ্যে বনাঢ্য র্যালী অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও বিতর্ক অনুষ্ঠান । মেলায় কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত কৃষি বিষয়ক ডকু-ড্রামা প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলাটি ২ আগষ্ট হতে ৮ আগষ্ট ২০১৫ পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।