শ্রমিক নির্ভর না হয়ে কৃষি যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ হোন- অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুুর, সুনামগঞ্জের উদ্যোগে কম্বাইন হারভেস্টার দ্বারা ফসল কর্তন প্রদর্শণী ও মাঠদিবস অনুষ্ঠিত হয়ে গেল। গত ২২ এপ্রিল, ২০১৬ খ্রি. রোজ শুক্রবার নাদামপুর, কলকলিয়া, জগন্নাথপুর উপজেলায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্বাইন হারভেস্টার দ্বারা ফসল কর্তন প্রদর্শণী ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মোশারফ হোসেন, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হয়। কৃষক কৃষাণীদের নতুন নতুন আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহন করার আহবান করেন। ফসল কর্তনে শ্রমিকের উপর নির্ভর না করে কমবাইন হারভেস্টার, রিপার মেশিন দ্বারা ফসল কাটার জন্য তিনি পরামর্শ দেন। কৃষি যান্ত্রিকীকরণে সরকার ৩০% ভর্তুকি দিচ্ছে একথা উল্লেখ করে তিনি বলেন, ভর্তুকির মেশিন ক্রয়ের পাশাপাশি নিজেরাও সমবায় ভিত্তিক, দলগতভাবে বা এককভাবে মেশিন ক্রয় ও ব্যবহার বৃদ্ধির পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কৃষিবিদ জনাব মো. হামিদুর রহমান, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। মহাপরিচালক বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এক্ষেত্রে প্রযুক্তি কৌশল ব্যবহার ও দক্ষ হয়ে ওঠার ব্যাপারে তিনি আহবান করেন। প্রকৃতির বিরুপ পরিস্থিতি মোকাবিলায় ধান ফসলের পাশাপাশি বিকল্প ফসল যেমন- হাঁস পালনে উদ্যোগী হওয়ার আহবান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরোও ছিলেন, কৃষিবিদ জনাব কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট; জনাব মো. জাহেদুল হক, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; জনাব আকমল হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জগন্নাথপুর; কৃষিবিদ জনাব শেখ মো. নাজিম উদ্দিন, প্রকল্প পরিচালক, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প; কৃষিবিদ জনাব মো. ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ জনাব মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, জগন্নাথপুর, সুনামগঞ্জ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব স্বপন কুমার সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; কৃষিবিদ জনাব মীর বজলুর রশীদ, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ ; কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট, বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার কৃষক কৃষানী প্রমুখ।